বাঙালি আর এদিকে পুজোর কাউন্টডাউন করেন না, ধুস মশাই এ যে একেবারেই অসম্ভব একটা বিষয়। তাহলে বলুন তো পিতৃপক্ষের অবসান হতে আর কদ♏্দিন বাকি? কী বললেন? হ্যাঁ, একেবারেই তাই, গুনে গুনে আর ৩৬ দিন বাকি! মহালয়ার আর ৩৬ দিন বাকি। আর মহালয়া এসে যাওয়া মানেই পুজোর বাদ্যি বেজে ওঠা। তার সঙ্গে আরও একটা জিনিস যেটা ছাড়া বাঙালির, বাংলার মহালয়া অসম্পূর্ণ, মহিষাসুরমর্দিনী। রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গমগমে কণ্ঠস্বরে চণ্ডীপাঠ আর একের পর এক দেবী আরাধ♓নার গান। এখন তো টিভিতেও মহিষাসুর নিধন দেখানো হয়, সেটা নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে যে কোন চ্যানেলে কাকে দেবী দুর্গা হিসেবে দেখা যাবে।
স্টার জলসায় এবার দুর্গা হয়ে অবতীর্ণ𒊎া হবেন কোয়েল মল্লিক। অন্যদিকে জি বাংলার ঘরের মেয়ে অঙ্কিতা ওরফে জগদ্ধাত্রীকে দেখা যাবে সেই চ্যানেলের দুর্গা হিসেবে। তাহলে রানি মা? অর্থাৎ দিতিপ্রিয়া রায়কে যে জি বাংলার পর্দায় দুর্গা হিসেবে দেখা যাবে বলে শোনা গিয়েছিল প্রথমে? সেটার কী হবে? পরে অঙ্কিতার কথা প্রকাশ্যে আসায় একটা কনফিউসন তৈরি হয়েছে। তবে কি দিতিপ্রিয়া থাকছেন না এবারের মহিষাসুরমর্দিনীতে? কিন্তু তিনি যে কদিন আগেই তাঁর স্টোরিতে দেবী সাজের 𝔍আভাস দিয়েছিলেন!
আরও পড়ুন: অধ্যাপিকা🐽 রাকা সেন 'বোধন ২' নিয়ে ফিরছেন, এবারও কি সঙ্গী হবেন দিতিপ্রিয়া?
আরও পড়ুন: জওয়ান আসলে সরক🐼ার বিরোধী প্রতিবাদ, প্লট ঘেঁটে 𒊎দাবি নেটিজেনদের
এই বিষয়ে আনন্দবা𒊎জারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'অঙ্কিতাকেই মহিষাসুরমর্দিনী হিসেবে দেখা যাবে। আমিও থাকব। তবে কোন চরিত্রে কীভাবে সেটা সারপ্রাইজ। এবারের গল্পটা সাজানো হয়েছে এমন ভাবে যে দর্শকরা অনেক চমক পাবেন। অবাক হয়ে যাবেন রীতিমত।'
দিতিপ্রিয়া রায়কে সকলে এখনও ছোট পর্দার রানি মা হিসেবেই চেনেন। তিনি দীর্ঘদিন রানি রাসমণির চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন। এখন যদিও🌳 তিনি সিনেমা, সিরিজ নিয়েই বেশি ব্যস্ত। তাঁর হাতেও বেশ কিছু কাজ রয়েছে। এর পাশাপাশি তিনি পড়াশোনাও করছেন। তিনি সদ্যই স্নাতক হয়েছেন। এখন তাঁর লক্ষ্য স্ಞনাতকোত্তরে পড়াশোনা করার জন্য তৈরি হওয়া।