নাম দিব্যানি মণ্ডল। টেলি দর্শকরা তাঁকে এখন 'ফুলকি' নামেই চেনে💧ন। তবে অনেকেই হয়ত জানেন না এই 'ফুলকি' দিব্যানি ব্ল্যাকবেল্টার। শুধু তাই নয়, ফুলকির বাবাও একজন ব্ল্যাকবেল্টার। ক্যারাটে শিক্ষাগুরু দেবাশিস মণ্ডলের মেয়ে তিনি। আর 'ফুলকি' ধারাবাহিকে এক বক্সারের চরিত্রে অভিনয় করছেন দিব্যানি। সিরিয়ালে বক্সিং করেই তিনি কুপোকাত করেন দুষ্টু লোককে।
তবে কি জানেন, ব্ল্যাকবেল্টার হওয়ার দৌলতে 'ফুলকি'তে বক্সারের চরিত্রে কোনও ডামি ছাড়াই অভিনয় করছ▨েন দিব্যানি। মারামারির দৃ্শ্যে বিপরীতে থাকা অভিনেতাকে নিজেই ঘায়েল করতে পারেন তিনি। ♑তবে মারও খেতে হয় অভিনেত্রীকে। যেহেতু বক্সিংয়ে ঘুষি মারার বিষয় থাকে। রিয়েল লাইফে কিছু প্রশিক্ষিত বক্সারের থেকে ঘুষি খেয়েছেন দিব্যানি। আর সেকথাই তিনি সম্প্রতি TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেছেন।
আরও পড়ুন𝓀-‘সুইগি’র উপর বেজায় চটে! এক ডেলিভারি বয়কে একপ্রকার মেরেই ফেলছিলেন রণিত রায়, কী ঘটেছে?
সাধারণত পুরুষ অভিনেতাকেই স্টান্ট করতে দেখা যায়। তবে 'ফুলকি' ধারাবাহিকটি যেহেতু নারী কেন্দ্রীক আর তাই দিব্যানি-ই এখানে হিরো। ‘ফুলকি’ দিব্যানি জানান, ‘আমি ডামি ছাড়াই অভিনয় করি। আর তাতে আমার সহ অভিনেতারা বলেন, তুই ডাম𝓰িদের থেকেও ভালো মারপিট করিস। এমনও হয়েছে য🅷ে আমাকে বক্সিংয়ে সারাদিনে ৫টা ফাইট সিন করতে হয়েছে। একটা ফাইট দেড়ঘণ্টা ধরে চলে। অন্যদিকে আমার বিপরীতে যাঁরা থাকেন, তাঁরা সকলেই পেশাদার বক্সার। যদিও অভিনয়ের ক্ষেত্রে কতখানি সংযত হয়ে অভিনয় করতে হয়, তা তাঁরা জানেন। তবু শ্যুটে আমায় মুখে মার খেতে হয়েছে। পেশাদার বক্সাররা যেমন আমাকে মেরেছেন কোনও না কোনও শ্যুটিংয়ে’, তেমনই আমিও তাঁদের পাল্টা মেরেছি।
২০২৩ সালে মিঠাই শেষ করে পথ চলা শুরু হয়েছিল ফুলকি ধারাবাহিকের। প্রথম থেকেই টিআরপি তালিকায় বেশ ভালো ফল এই মেগার। ফুলকি চরিত্রে অভিনেত্রী দিব্যানী মণ্ডলের জনপ্রিয়তা এখন আক🐓াশছোঁয়া।
অনেকেই হয়ত জানেন না দিব্যানি মণ্ডলের বয়স এখন মাত্র ১৯ বছর। স্কুলের গণ্ডি পেরিয়ে পড়াশোনা করছিলেন যাদপুরে। সেকেন্ড ইয়ারে ওঠার আগেই চলে আসে অভিনয়ের অফার। আপাতত তাই তিনি কাজ নিয়েই বড় ব্যস্ত। 'ফুলকি' আসল বাড়ি অবশ্য মুর্শিদাবাদ, তবে তিনি এতটাই ব্য✤স্ত যে বন্ধুবান্ধব তো দূর, ঠিক করে মুর্শিদাবাদের বাড়িতে যাওয়ারও এখন সময় পান না।