এই সাদা কালো ছবিতে চারজনই একটি নাটক দলের সদস্য ছিলেন। তাঁরা দেশে বিদেশে ঘুরে ঘুরে বহু শো করেছেন। দারুণ গলায় গলায় ভাব ছিল তাঁদের। ছবি দেখে চিনতে পারলেন চারজনকে? আচ্ছা 🍬হিন্ট দিই। একজন সদ্যই প্রয়াত হয়েছেন, আরেকജজন বলিউডের সুপারস্টার। আরেকজন একটা সময় ছোট পর্দা কাঁপিয়ে বেড়িয়েছেন। গেস করতে পারলেন? হ্যাঁ, এনর হলেন ঋতুরাজ সিং, শাহরুখ খান, দিব্যা শেঠ এবং সঞ্জয় রায়।
ঋতুরাজ সিংয়ের মৃত্যুর পর কী লিখলেন সঞ্জয় রায়?
এদিন ঋতুরাজ সিং মাত্র📖 ৫৯ বছর বয়সে না ফেরার দেশে চলে যান। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুর পর শোকপ্রকাশ করে এদিন এক্স যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে সঞ্🍃জয় রায় এই ছবিটি পোস্ট করেন।
আরও পড়ুন: 'জামাল কুদু' এবার 'জামাই বাবু'! বিয়ের মরশুমে হাজির 'আ🍌ব্রার এন্꧅ট্রি'র নতুন ভার্সন
আরও পড়ুন: বিরাট অনুষ্কার ছেলের নামে সন্তানে༒র নাম রাখবেন? আগে জেনে নিন 'অকায়' শব্দের অর্থ
তাঁর পোস্ট করা এই সাদা কালো ছবিতে সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। গাছের নিচে বসে আছেন সঞ্জয় রায় এবং দিব্যা শেঠ। পিছনে দাঁড়িয়ে আছেন ঋতু⛎রাজ সিং।
এই ছবিটি পোস্ট করে তিনি এদিন লেখেন, ‘এই ছবিটি এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল। ঋতুরাজ সিংয়ের মর্মান্তিক মৃত্য💜ুর খবর সদ্যই প্রকাশ্যে এসেছে। আমাদের এই ছবিটি অমর তলোয়ার তুলেছিলেন। এখানে শাহরুখকে সামনে দেখা যাচ্ছে। তারপরই আছি আমি আর দিব্যা। ঋতুরা🍸জ রয়েছে সবার পিছনে। আমরা সবাই কলকাতা যাচ্ছিলাম রাফ ক্রসিংয়ের সঙ্গে।’
প্রসঙ্গত শাহরুখ খান এবং ঋতুরাজ সিং একসঙ্গে নাটক করতেন। তাঁরা ব্যারি জনের কাছে নাটক শিখতেন। একসঙ্গে পারফর্ম করতেন। এই গ্রুপে তখন ঋতুরাজ সিং ছাড়াও ছিলেন দিব্যা শেঠ, দীপিকা দেশপান্ডে আমিন, শাহরুখ খান। এছাড়াও ছিলেন অমর তলোয়ার। তাঁরা মাঝে মধ্যেই তখন কলকাতায় আসতেন শো করতে। তাঁদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতেন অমর তলোয়ার। এই🅠 ভাইরাল ছবিটিও তাঁরই তোলা।
আরও পড়ুন: ভূমিষ্ঠ হল বিরাট-অনুষ্কার দ্বিত🥀ীয় সন্তান, ছোট্ট ভামিকার ভাই হল না বোন?
আরও পড়ুন: শেলফ থেকে নামল শের খান! টালবাহানার পর ক♐বে থেকে ছবির শไ্যুটিং শুরু করছেন সলমন খান?
শাহরুখ এবং ঋতুরাজ প্রসঙ্গে
ঋতুরাজ সিং নাটক🐠ের জগতে শাহরুখের থেকে সিনিয়র ছিলেন। এমনকি কিং খান যখন অভিনয় শেখ শুরু করেছিলেন সেই সময় তাঁকে অনেকটাই সাহায্য করেছিলেন ঋতুর🎃াজ সিং। দর্শকদের সঙ্গে মাঝে মধ্যেই নিজেদের সেই দুর্দান্ত সফরের কথা ভাগ করে নিতেন ঋতুরাজ। তাঁদের বন্ধুত্ব যে কেবল স্টেজেই সীমাবদ্ধ ছিল সেটা নয়। তাঁরা একসঙ্গে ফুটবল খেলতেন। এমনকি অরুন্ধতী রায়ের ছবিতেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন। সেই ছবি অর্থাৎ ইন হুইচ অ্যানি গিভস ইট দোস ইয়ান জাতীয় পুরস্কার পেয়েছিল।
কী হয়েছিল ঋতুরাজ সিংয়ের?
৫৯ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন বলিউডের ছোট পর্দার জনপ্রিয় মুখ ঋতুরাজ সিং। তাঁর প্যানক্রিয়াসের রোগের চিকিৎসা চলছিল। তার মধ্যেই হৃদরোগে আক্রা🎃ন্ত হয়ে মৃত্যু হয় তাঁর𒀰।