সম্প্রতি বিখ্যাত চা বিক্রেতা ডলি চায়েওয়ালার দোকান থেকে🌃 চা খেয়েছেন বিল গেটস। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে। এবার সেই অভিজ্ঞ﷽তার বিষয়ে কথা বললেন ডলি।
আরও পড়ুন: নাম না করে আরিয়া🌄ন কাণ্ডে ফের শা🍃হরুখকে হুঁশিয়ারি সমীরের! বললেন, 'পদ ফিরে পেলে...'
বিল গেটসকে চা খাওয়ানো নিয়ে কী বললেন ডলি চায়েওয়ালা?
ডলি চায়েওয়ালা এদিন জানান তিনি জানতেনই না সেই ব্যক্তি বিল গেটস বা তিনি মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠℱাতা। আর সেদিন না চিনেই তাঁকে চা খাইয়েছেন ডলি চায়েওয়ালা।
আরও পড়ুন: সোহমের সঙ্গে জোরদার প্রেম চর্চা, তার মাঝেই শোলাঙ্কির স্পষ্ট ঘোষণা 'আমার জীবনে🉐 ও...'
এদিন তিনি এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, ♔'আমি তো জানতামই না উনি কে। আমি ভাবলাম বিদেশি কোনও ব্যক্তি হবেন বুঝি। তা🐼ই আমি ওঁকে অ্যাপায়ন করে চা খাওয়ালাম। পরদিন যখন আমি নাগপুরে ফিরলাম তখন আমি জানলাম আমি কাকে চা খাইয়েছি সেদিন।'
এরপর তিনি এদিন আরও বলেন, 'আমাদের একদমই কথা হয়নি। উনি আমার পাশেই দাঁড়িয়েছিলেন। আর আমি আমার কাজ নিয়ে 🍬ব্যস্ত ছিলাম। এরপর তিনি আমার বানানো চা খেয়ে বলেন, 'বাহ দারুণ। ডলির চা।'
আরও পড়ুন: টিফিন ডেলিভারির আড়ালে মাদকের ব্যবসা শাবﷺানার! প্রকাশ্যে 'ডাব্বা কার্টেল' - এর প্ꦆরথম ঝলক
কে এই ডলি চায়েওয়ালা?
ডলি চায়েওয়ালা হলেন নাগপুরের একজন চা বিক্রেতা। তিনি এক অদ্ভুত কায়দায় চা তৈরি করেন এবং বিক্রি করেন। নিজের চা বানানোর কায়দার প্রসঙ্গে তিনি এদিন জানান, 'আমি এই ধরণটা আয়ত্ত করেছি। দক্ষিণী ছবির থেকে ভাবনাটা ধার করেছি। আমি খ🎉ুব দক্ষিণী ছবি দেখি।' এদিন এই সাক্ষাৎকারে ডলি চায়েওয়ালা জানিয়েছেন বিল গেটসের পর তিনি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চౠা খাওয়াতে চান। নিজের হাতে বানানো চা তুলে দিতে চান মোদীর হাতে। তবে কথায়, 'আমি সবাইকে হাসিমুখে আমার বানানো চা খাওয়াতে চাই। আর তাঁদের থেকে সেই একই হাসিমুখ ফেরত চাই।'