ডোনাল্ড ট্রাম🅘্পকে নিয়ে কম ক♓েলেঙ্কারি-র খবর নেই সংবাদে। আর তারই মাঝে কান ফিল্ম ফেস্টিভ্যালের একটি বায়োপিক যেন সেই ছড়িয়ে পড়া আগুনে ঘি দেওয়ার কাজ করল। এবারের কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ডোনাল্ড ট্রাম্পের বায়োপিক। সেখানে একটি দৃশ্যে দেখানো হয় প্রথম স্ত্রীকে ধর্ষণ করছেন ট্রাম্প। আর এতেই তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই বায়োপিকের নাম ‘দ্য অ্যাপ্রেন্টিস’। আলি আব্বাসির পরিচালনায় তৈরি ছবিটি ২০ মে দেখানো হয় কানে। এই সিনেমায় ট্রাম্পের ভূমিকায় অভিনয় করেছিলেন সেবাস্টিয়ান⛎ স্ট্যান। আর এই সিনেমায় ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার চরিত্রে অভিনয় করলেন বুলগারিয়ান অভিনেত্রী মারিয়া বাকালোভা। ট্রাম্পের তিন সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও এরিকের মা ইভানা।𝕴
আরও পড়ুন: ‘রণবীরই সন্তানের বাব🦂া তো?’, দীপিকার বেবি বাম্পকে বলা হল ‘ভুয়ো’, নেটপাড়ায় শুরু হ𝕴ৈচৈ
১৯৭৬ সালে ইভানার সঙ্গে ট্রাম্পের দেখা হয়। আর ২০২২ সালে ইভানার মৃত্যু হয়। ট্রাম্পের সঙ্গে ডিভোর্সের মামলা চলাকা🌺লীন ধর্ষণের অভিযোগ এনেছিলেন তিনি। পরে যদিও সেই অভিযোগ তুলে নেন।
জানা যাচ্ছে, ‘দ্য অ্যাপ্রেন্টিস’ সিনেমায় দেখানো হয়েছে, ট্রাম্পের ভুঁড়ি নিয়ে কটাক্ষ করেছেন ইভানা। আর তাতেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের হাতে 🐈ধর্ষণের শিকার হতে হয় তাঁকে। এমনকী, এই সিনেমায় দেখানো হয়েছে ট্রাম্পের লিঙ্গ শৈথিল্যেও। আবার একটি দৃশ্যে দেখানো হয় চুল পড়ার জন্য লাইপোসাকশন ও সার্জারি করাচ্ছেন ট্রাম্প। সব মিলিয়ে বিতর্কে ভরা বায়োপিকখানা।
আরও পড়ুন: ‘সব অজুহাত মিথ্যে…’, আদৃতের সঙ্গে ভিডিয়ো শেয়ার, স্মৃতিচারণে কেন মজলেন সৌমিতৃষ🦂া
এদিকে এই সিনেমা সামনে আসতেই, নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্পের টিম। সিনেমাটিকে তারা ‘আবর্জনা’ এবং ‘মানহানি’ বলে অভিহিত করেছে। রেগে গিয়েছে ট্রাম্পের অনুরাগীরাও। অবশ্য, পরিচালক আলি আব্বাসির বক্তব্য, কোনও সিদ্ধান্ত নেওয়া আগে দর্শক বা ট্রাম্পের অনু🃏গামীরা যাতে পুরো সিনেমাটি ভালো করে দেখেন।
বিতর্কিত দৃশ্য নিয়ে প্রশ্ন করা হলে, আলি আব্বাসি বলেন ‘এই জিনিসগুলো তো সবার জানা। ইভানা নিজের জবানবন্দিতেই বলেছিলেন।’ সঙ্গে আরও🥂 যোগ করেন, ‘এই সিনেমা হল কীভাবে ট্রাম্প একটু একটু করে নিজেকে সেইসব মানবিক সম্পর্ক থেকে দূরে রেখেছিল, যা তাঁকে আজকের মানুষ করে তুলেছেন তা নিয়ে। আর ইভানা ও ট্রাম্পের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। ইভানা একসময় তাঁর খুব কাছের ছিল।’।