বক্সঅফিস ঠান্ডা পড়ছে ডাঙ্কি আর সাꦑলারের জন্য। দুটো ছবির আয়ই কমতে কমতে শুক্রবারে নেমে এল ১ কোটির নীচে। ২০২৩-এর শেষ রিলিজ হিসেবে ডাঙ্কি বা সালার কেউই সেভাবে ছাপ ফেলতে পারেনি দর্শকের মনে। রাজকুমার হিরানির আগের সিনেমাগুলি যেমন ‘থ্রি ইডিয়টস’, ‘মুন্নাভাই এমবিবিএস’-এর মতো ছাপ ফেলতে পারেনি ‘ডাঙ্কি’ দর্শকমনে। একই হাল সালারের ক্ষেত্রেও। দক্ষিণের আরআরআর আর বাহুবলী যেভাবে জনপ্রিয়তা পেয়েছিল, ততটা হয়নি প্রভাসের এই সিনেমার ক🐓্ষেত্রে।
sacnilk.c♓om-এর রিপোর্ট অনুসারে, শুক্রবার এই দুটি ছবির ব্যবসাই একদম নীচে। শাহরুখ খানের সিনেমার সংগ্রহ ০.৫৫ কোটি। অন্য দিকে, প্রভাসের সিনেমার আয় ০.৬০ কোটি।
ডাঙ্কির ব্যবসা কম হওয়া নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন পরিচালক রাজকু🎶মার হিরানি। জানিয়েছেন, কোনও ছবি কতটা ব্যবসা করছে তা অবশ্যই গুরুত্বপূর্ণ তাঁর কাছে। তবে ব্যবসা নিয়ে বেশি ভাবতেও চান না। কারণ সেটা তাঁর উপর খারাপ প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন: পুরুষোত্তম রাম হতে আগই ছেড়েছেন ‘মཧদ-মা𓆏ংস’! রণবীরের রামায়ণ নিয়ে এল বড় আপডেট
এদিকে, শꦏুত্রবার খবর আসতে শুরু করে অস্কারের মঞ্চে নাকি ডাঙ্কি-কে পাঠানোর কথা হচ্ছে। তবে ভারতের মনোনীত ছবি হিসেবে এটি পাঠানো হবে নাকি কোনও বিশেষ বিভাগের জন্য তা এখনও স্পষ্ট নয়। আর ডাঙ্কি-কে অস্কারের জন্য পাঠানো হলে, এটি হবে শাহরুখ খানের তৃতীয় সিনেমা যা গিয়েছে অ্যাকাড𒈔েমি অ্যাওয়ার্ডের মঞ্চে। এর আগে ২০০৪ সালে 'স্বদেশ' এবং ২০০৫ সালে 'পহেলি' ছবিও পেয়েছিল মনোনয়ন।
ডাঙ্কির বক্স অফিস কালেকশন
প্রথম সপ্তাহে ডাঙ্কি-র রোজগার ছিল ꧙১৬০.২২ কোটি। এরপর দ্বিতীয় সপ্তাহে এসে ছ🥂বিটি আয় করে ৪৬.২৫ কোটি। আর তৃতীয় সপ্তাহে এসে ছবির আয় ছিল ১৫.৪ কোটি। আর ২৩ দিনে রাজকুমার হিরানির ছবির মোট আয় ২২২.৪২ কোটি।
আরও পড়ুন: ‘আমিই ওকে নাচাই’! দিদি নম্ব👍র ১-এ প্রেমিকের পরিচয় ফাঁস করলেন মিলি-র তিতলি শ্রীতমা
সালার বক্স অফিস কালেকশন
সালারের শুরুটা হয়েছিল ধ🐓ামাকা দিয়ে। পাঁচটি ভারতীয় ভাষায় মুক্তি পাওয়া ছবিটি ৯০ কোটির ব্যবসা করেছিল। ধামাকেদার প্রথম সপ্তাহে প্রশান্ত নীল পরিচালিত ছবিখানার আয় ছিল ৩০৮ কোটি। তবে দ্বিতীয় সপ্তাহে এসে সালারের আয় কমে এক ধাক্কায়। দ্বিতীয় সপ্তাহে এসে ছবি আয় করে ৭০.১ কোটি। আর তৃতীয় সপ্তাহে সালার ঘরে তোলে ২৩.৭🍰 কোটি। ২২ দিনে ছবির মোট আয় ৪০২.৪০ কোটি।