🌸 ২০২৩ সালটা ফাটাফাটি গিয়েছে রণবীর কাপুরের। তাঁর সিনেমা অ্যানিম্যাল পেয়েছে অলটাইম ব্লকবাস্টারের তকমা। ১ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটি এখনও চলছে সিনেমা হলে। তবে শোনা যাচ্ছে, ২০২৪-এর শুরুতেই নিজের পরবর্তী ছবির কাজ শুরু করে দেবেন তিনি। আর যা হল নীতিশ তিওয়ারির রামায়ণ। এই সিনেমায় রণবীরকে দেখা যাবে শ্রী রামের চরিত্রে।
🌄মিড-ডে-র একটি প্রতিবেদন অনুসারে, অভিনেতা ২০২৪ সালের মার্চ মাস থেকে পৌরাণিক সিনেমাটির শুটিং শুরু করবেন। যা মোটামুটি চলবে এপ্রিল এবং মে ২০২৪-অবধি। কাস্ট এবং ক্রুদের ইতিমধ্যেই ২ মার্চ তাৎপর্যপূর্ণ দিনটি সম্পর্কে জানানো হয়েছিল।
🌜এক সূত্র সংবাদমাধ্যমকে জানায় যে, নীতেশ স্যার ফিল্ম সিটিতে একট বড় সেট তৈরি করে ফেলেছেন ইতিমধ্যেই। প্রাথমিক পর্যায়ে, রণবীর এবং সাইয়ের মধ্যে থাকা কিছু সংলাপের দৃশ্যের শ্যুটিং হবে। যুদ্ধের কিছু অংশ ও ভিড়ের সিকোয়েন্সের শ্যুটিংও এপ্রিল ও মে মাসে করার কথা ভাবা হচ্ছে। বর্ষা আসার আগেই এই দৃশ্যগুলোর শ্যুটিং করতে চান নীতিশ তিওয়ারি বলে খবর।
🍌পরিচালক নীতেশ তিওয়ারির সঙ্গে যোগ দিয়েছেন VFX পাওয়ার হাউস, অস্কার বিজয়ী কোম্পানি DNEG। রামায়ণ সিনেমাটিতে বড় ভূমিকা থাকবে তাঁদের। প্রি-প্রোডাকশনের কাজের মধ্যে ছিল কাস্টে থাকা চরিত্রদের চেহারা পরীক্ষা এবং সেগুলির 3D ম্যাপিং সেশন। আর সেই কাজে ফেব্রুয়ারিতে রণবীর কাপুর উড়ে যাবেন লস অ্যাঞ্জেলেসে। ডিএনইজি অফিসে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত মহড়া চলবে সেই সময়তে।
🐟তিনটি পার্টে আসার কথা রয়েছে নীতিশ তিওয়ারির রামায়ণ। প্রথম অংশে ভগবান রাম এবং সীতাকে ফোকাস করা হবে, এবং গল্প ধীরে ধীরে রামের বনবাস থেকে সীতা হারানোর দিকে এগোবে। রণবীর ও সীতার কাজই প্রথম অংশে বেসি থাকলেও, দক্ষিণের অভিনেতা যশেরও কিছু অংশ থাকবে ছবিতে। তাই তাঁকে হাতে ১৫ দিন মতো সময় রাখতে বলা হয়েছে। এই শ্যুটিং শ্রীলঙ্কায় হওয়ার কথা।
🦹২০২৫ সালের মাঝামাঝি সিনেমা হলে আসতে পারে রামায়ণের প্রথম পার্ট। ছবিতে রামের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় অভিনয় করবেন সাই পল্লবী। রাবণের ভূমিকায় অভিনয় করবেন যশ। প্রযোজনায় গজনি, সুপার ৩০, মাসান-খ্যাত প্রযোজক মধু মান্তেনা।
ღএর আগে রণবীর ঘনিষ্ঠ এক সূত্রের মারফত জানা গিয়েছিল, ‘শুটিং চলাকালীন রণবীর মদ্যপান এবং মাংস খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। এই জিনিসগুলি তিনি শুধুমাত্র ইমেজের জন্য করছেন না, বরং শ্রী রামের মতো শুদ্ধ এবং পরিচ্ছন্ন বোধ করতে চান অন্তর থেকে, তাই এই সিদ্ধান্ত। যাই হোক না কেন, রণবীর মধ্যরাতের পার্টিতে থাকবেন না অন্তত কয়েকটা মাস।’