‘আশ্বিনের শারদ প্রাতে আলোক মঞ্জির’ বেজে উঠেছဣে। দেবীপক্ষের সূচনা। আলোয় সেজে উঠেছে চারিদিক। দুর্গাপুজো কেবল উৎসব নয়, মিলনোৎসব বটে! গোটা বাংলা সেজে উঠেছে উমাকে বরণ করে নেওয়ার জন্য। পুজো মানেই তো সাজগোজ আর জমিয়ে খাওয়া দাওয়া।
কেনাকাটার সঙ্গে কবে কোন পোশাক পরবেন আর কেমন সাজবেন! সেই প্ল্যানিং নিশ্চয় শুরু ক🎉রে দিয়েছেন? এখনও করেননি? আচ্ছা বেশ। চোখ রাখতে পারেন আমার সোনা চাঁদের কণা’ খ্যাত নায়িকা জ্যাসমিন রায়ের এই লুকে। বেইজ রঙের শাড়ি, পাড় জুড়ে সুতোর কল্কার কাজ। পরনে শ্যাওলা রঙা ডিজাইনার ব্লাউজ। কপালে লাল টিপ, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক- ঢেউ খেলানো চুল খোঁপা বাঁধা।
পছন্দমতো রঙ বেছে নিন। তার সঙ্গে রাখুন ম্যাচিং গয়না। জেসমিন অলঙ্কার বলতে গলায় টেম্পল জুয়েলারি, হাতে চুড়ির সঙ্༒গে বালা আর নাকে নত পরেছেন। দেখুন টেলি নায়িকার এই লুক-
অষ্টমীর সন্ধ্যায় কী পরবেন? অনায়াসেই ট্রাই করতে পারেন টেলি সুন্দরীর এই লুক। ছিমছাম অথচ আভিজাত্য পূর্ণ সাজ হলে সকলের নজর কাড়বেই। আর দেরি কেন, টিপস যখন পেয়েই গেলেন এবার প্ল্যান করে ফেলুন। সাজ-পোশাকে অষ্টমী হয়ে উঠুক আরও রঙ🌌িন।