পুজো প্রায় এসেই গেল। চারদিকে এখন সাজো সাজꦅো রব। অনেকে তো এখনই ঠাকুর দেখতে বেরিয়ে গেছেন। আর দুর্গাপুজো মানেই পুজোর গান। তাতে শিউলি মাখা গন্ধ, মায়ের আগমন বার্তা সহ আনন্দ, খুশির আমেজ সবটাই থাকে। এবারেও একাধিক নতুন পুজোর গান মুক্তি পেয়েছে। বাবুল সুপ্রিয়, মনামী ঘোষ সহ একাধিক শিল্পীরা নতুন গান নিয়ে এসেছেন।
দুর্গাপুজোর গান
না না ভুলিনি: কলেজ বেলার প্রেম, নস্টালজিয়া, কলকাতা এবং পুজোর গন্ধ মাখা এই গানটি গেয়েছেন বাবুল সুপ্রিয় এবং সোমলতা আচার্য। কয়েক সপ্তাহ আগেই মুক্তি পেয়েছে এই গান। ধরা পড়েছে কলকাতার নানা প্রান্ত সহ স্কটিশ চার্চ কলেজের ইতিউতি। ভিডিয়োতে দেখা গিয়েছে অনিন্দ্য চট্টোপাধ্যায় এ🐻বং ল෴হমা ভট্টাচার্যকে।
গৌরী এল: এবারের পুজোর অন্যতম ছবি হল রক্তবীজ। এই ছবিতেই শোনা যাবে গৌরী এল গানটি।ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ পুজোর সময়কার ছবি বলে এতে পুজোর গান থাকতই। দোহারের স🌱ঙ্গে ইমন চক্রবর্তীর গলা শোনা গিয়েছে এই গানে। ছবিতে আছেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, প্রমুখ
এসেছে মা দুর্গা মা: অঙ্কুশ হাজরা এবং পূজা বন্দ্যোপাধ্যায় অভিনীত এই গানটিও সদ্যই মুক্তি পেয়েছে। দুর্গা মায়ের আগমন বার্তা রয়েছে এই🍸 গানে। বার্মাশেলের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে এই পুজোর গান মুক্তি পেয়েছে।
আরও পড়ুন: 'বিবাহিত হলে💦ও এখানে ক্যামেরার সামনে কিছু করার অনুমতিꦫ নেই', নীল-ঐশ্বর্যর সঙ্গে মশকরা সলমনের
আরও পড়ুন: 'প্রতিবারের মত🏅ো এবারও বাইরে যাব...' কার সঙ্গে পুজোয় বেরু বেরু যাচ্ছেন দেবলౠীনা?