সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে আর🍎্থিক প্রতারণার ღঅভিযোগ এনেছেন সুশান্তের বাবা কেকে সিং। সেই এফআইআরের ভিত্তিতেই স্বতঃপ্রণোদিতভাবে এই মামলার রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
শুক্রবার এই মামলায় ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা রিয়া চক্রবর্তীর। তবে ‘আত্মগোপন’ করে থাকা রিয়া এদিন নিজের আইনজীবী সতীশ মানেসিন্ধের মাধ্যমে কেন্দ্রীয় সংস্থার কাছে আবেদন করেন তাঁকে সময় দেওয়া হোক ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার। সূত্রের সেই আবেদন সরাসরি নাকচ ✱করে দিল ইডি,জানাল হাজিরা দিতেই হবে ইডির দফতরে।
এর মাঝেই খবর, শনিবার ইডির দফতরে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে সিদ্ধার্থ পিঠানিকে। রিয়া চক্রবর্তীর পাশাপাশি শুরু থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সিদ্ধার্থ পিঠানি, সুশান্ত সিং রাজপুতের ক্রিয়েটিভ ম্যানেজার তথা ফ্ল্যাট মেইট। ১৪ জুন সুশান্তের মৃত্যুর সময় ওই অ্যাপার্টমেন্টেই ছিলেন সিদ্ধান্ত। এর আগে মুম্বই পুলিশের জিজ্ঞাসাবাদ🔯ের মুখ পড়লেও আপতত হায়দরাবাদে সিদ্ধার্থ পিঠানি। কীভাবে মুম্বই পুলিশ তাঁকে হায়দরাবাদে যাওযার অনুমতি দিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুশান্তের পরিবারের আইনজীবী।
এর মাঝেই সিদ্ধার্থ পিঠানিকে চব্বিশ ঘন্ট♉ার মধ্যে মুম্বইয়ে ইডির🅠 দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
সিদ্ধার্থ পিঠানির পাশাপাশি ইডির তরফে সমন পাঠানো হয়েছে শ্রুতি মোদীকেও। রিয়ার বিরুদ্ধে দায়ের এফআইআরের কপিতে নাম꧂ রয়েছে শ্রুতিরও। সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী।
জানা গিয়েꦛছে সিদ্ধার্থকে নিজের ইনকাম ট্যাক্স রিটার্নসের সমস্ত তথ্য সহ হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।