২০১২ সালে বলিউডে হাতেখড়ি। ঝুলিতে ছবির সংখ্যাও খুব কম নয়। তবুও ছুঁতে পারেননি কাঙ্ক্ষিত সাফল্য। এক দশক কাটিয়েও তাই ইন্ডাসꦚ্ট্রির 'বহিরাগত' ভাবেন নিজেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই জানালেন এষা গুপ্ত।
তারকা-সন্তান হলেই মিলবে সাꦬফল্য। ব্যর্থতার পরেও থালায় সাজিয়ে দেওয়া হবে একাধিক সুযোগ। এমনটাই মনে করেন 'জন্নত ২'-এর নায়িকা। তাঁর কথায়, 'মাঝেমাঝে মনে ꧟হয়, এই ইন্ডাস্ট্রির অন্দরের কেউ হলে ভালো হত। তা হলে এত সমস্যার মুখে পড়তে হত না। দুর্ব্যবহারই করো বা ছবি ফ্লপ হোক, তোমার জন্য পরের ছবি অপেক্ষা করবে।'
এষার মতে, ইন্ডাস্ট্রির 'বহিরাগত'দের লড়াইটা সম্পূর্ণ অন🔯্য রকম। শুধুমাত্র পেশাগত নয়, তাঁদের মানসিক বিপর্যয়েও কাউকে পাশে পাওয়া কঠিন। তিনি🥂 বললেন, 'বহিরাগত হলে খারাপ সময়ে কেউ পাশে থাকে না। কেউ সঠিক পথ দেখিয়ে দে না। ইন্ডাস্ট্রিতে যত জন মানুষের সঙ্গে পরিচয়, তাঁদের মধ্যে খুব সংখ্যকই সৎ, খাঁটি মনের।'
সম্প্রতি 'আশ্রম ৩' ওয়েব সিরিজে অভিনয় করেন এষা। প্রশংসিতও 🔜হয়েছেনꦉ। এ বার কি ঘুরবে তাঁর কেরিয়ারের অভিমুখ? এখন সেটাই দেখার।
নেটমাধ্যমেও এষার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। খোলামেলা পোশাকে ছবি দিয়ে প্রায়ই ꦅচর্চায় উঠে আসেন তিনি।