ছাত্র আন্দোলনের জেরে গদিচ্যুত শেখ হাসিনা। সোমবার ধসে গেল বাংলাদেশের সরকার। আপতত সেনার দখলে দেশ। পদত্য়াগ করে বাংলাদেশ থেকে ‘পালিয়ে’ ভারতের হিন্দুন 🅰বায়ুঘাঁটিতে আশ্রয় নিয়েছেন হাসিনা। জানা গিয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ইতিমধ্যেই মোদী ঘনিষ্ঠ হাসিনার সঙ্গে দেখা করেছেন। 🅺;
আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাꦏবে মন্তব্য করেনি দিল্লি, তবে সে দেশের পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে বিদেশমন্ত্রক। প্রতি মুহূর্তের আপটেড যাচ্ছে মোদীর কাছে। বাংলাদেশ ছেড়ে ভারতে সাময়িক আশ্রয় নিয়েছেন হাসিনা। বায়ুসেনার বিমানে দুপুর আড়াইটে নাগাদ ঢাকা ছাড়েন হাসিনা, তারপরই গণভবন (প্রধানমন্ত্রীর বাসভবন) দখলে নেয় আন্দোলনকারীরা।
সূ্ত্র বলছে, ভারত থেকে লন্ডন উড়ে যাবেন হাসিনা। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে হাসিনার ভারতে পা রাখা নিয়ে সে দেশে বিরূপ প্রতিক্রিয়া, তবে অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত চ൩েনা মেজাজে এই বিষয়ে নিজের মতামত রাখতে ভুললেন না। এক্স হ্যান্ডেলে কঙ্গনা লেখেন, ‘ভারত হল তার আশেপাশের সকল মুসলিম রাষ্ট্রের আসল মাতৃভূমি। আমরা গর্বিত এবং সম্মানিত যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে সুরক্ষিতবোধ করেন। কিন্তু যারা ভারতে থাকে তারা বারেব🌄ারে প্রশ্ন করে কেন হিন্দু রাষ্ট্র? কেন রাম রাজ্য? কেন সেটা তো বোঝাই যাচ্ছে!!’
এখানেই থেমে যাননি কঙ্গনা। তিনি আরও লেখেন, ‘মুসলিম দেশে তো মুসলমানরাও সুরক্ষিত নয়। আফগানিꦓস্তান, পাকিস্তান,বাংলাদেশ, ব্রিটেনে যা ঘটছে সেটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা সৌভাগ্যবান যে রাম রাজ্যে থাকি। জয় শ্রী রাম'।
আরও পড়ুন-‘৫ অগষ্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছি🍌ল…’, গদিচ্যুত হাসিনা! বেফ𝓀াঁস পরীমনি
কোটা 🥃বিরোধী আন্দোলনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশের পরিস্থিতি, সুপ্রিম কোর্টের রায়ে সংরক্ষণ ব্যবস্থা ঢেলে সাজালেও পিছু হটেনি আন্দোলনকারীরা। ‘ছাত্র খুনী’ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে অনড় ছিল তাঁরা। সেই গণ অভ্যুত্থান সোমবার চরম আকার ধারণ করে। বাধ্য হয়েই দেশ ছেড়েছেন হাসিনা।
সেনা প্রধান জানিয়েছেন, অন্তর্বতীকালীন সরকার গড়বে সেনা। সমর্থন জানিয়েছে রাজনৈতিক দলগুলোও। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষকে আমি শান্তি ও স🌃ংযম প্রদর্শনের অনুরোধ করব। কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। এটা 🀅দ্বিপাক্ষিক ব্যাপার। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা তাদের নির্দেশ মতো কাজ করব।’