অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে, সেনা দখল নিয়েছে সে দেশের। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। কিন্তু শতাধিক ছাত্র খুনের দায় নেত্রীর কাঁধে। আরও পড়ুন🌳-‘মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয়বিদারক..ꦡ’, ইস্তফা হাসিনার, সেনার দখলে বাংলাদেশ! চিন্তায় জিৎ
কোটা বꦦিরোধী আন্দোলনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশের পরিস্থিতি, সুপ্রিম কোর্টের রায়ে সংরক্ষণ ব্যবস্থা ঢেলে সাজালেও পিছু হটেনি আন্দোলনকারীরা। ‘ছাত্র খুনী’ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে অনড় ছিল তাঁরা। সেই গণ অভ্যুত্থান সোমবার চরম আকার ধারণ করে, গণভবন দখল করে নেয় আন্দোলনকারীরা। হাসিনা পালিয়েছ🗹েন দেশ ছেড়ে।
সেনা প্ꦑরধান জানিয়েছেন, অন্তর্বতীকালীন সরকার গড়বে সেনা। সমর্থন জানিয়েছে রাজনৈতিক দলগুলোও। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় একে একে মুখ খুলছেন বাংলাদেশের তারকারা। বিতর্ক সবসময়ই সঙ্গে থাকে পরীমনির। হাসিনা সরকার নিপাত যেতেই ফেসবুকে বিস্ফোরক নায়িকা।
পরীমনি লেখেন,'তিন বছর আগে এই ৫ আগষ্ট যে ভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিলো…….. প্রকৃতি হিসেব রাখে মা'। মূলত হাসিনা সরকারের বিরুদ্ধেই এই ক্ষোভ উগরে দিলেন পরꦦীমনি। তিন বছর আগে এই দিনে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন পরীমনি। প্রায় মাসভর জেলে থাকার পর জামিনে ছাড়া পান পরী। সেই যন্ত্রণা, ক্ষত আজও দগদগে বুঝিয়ে দিলেন নায়িকা।
ওদিকে পরীমনির প্রাক্তন স্বামী শরীফুল রাজ ফেসবুকে লেখেন, ‘বিজয় উৎসব করুন। কিন্তু যারা লুটপাট ও আগুন দিচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হোন’। 𒅌অভিনেত্রী নুসরত ইমারোজ তিষা লিখেছেন, ‘স্বাধীন দেশে স্বাগতম!’ তাঁর চোখে এদিন প্রকৃত স্ব♉াধীনতা পেল বাংলাদেশ।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এপার বাংলার মানুষজনও। দেব থেকে স্বস্তিকা বহু টলিউড তারকাই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ি⛦য়েছেন। এবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন টলিউড সুপারস্টার জিৎ।
সূত্রের খবর, বায়ুসেনার বিমানে দিল্লি আসছেন শেখ হাসিনা। ওদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষকে আমি শান্তি ও সংযম প্রদর্শনের অনুরোধ করব। কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। এটা দ🌠্বিপাক্ষিক ব্যাপার। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা তাদের নির্দেশ মতো কাজ করব।’
বাংলাদেশ সেনার প্রধান জেনারেল ওয়াক꧃ার-উজ-জামান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবেཧ। যাঁদের যাঁদের হত্যা করা হয়েছে, তাঁদের বিচার করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। সেইসঙ্গে সেনার উপরে আস্থা রাখার আর্জি জানিয়েছেন।