ইন꧙্ডাস্ট্রির জ্যেষ্ঠপুত্রের ডাক সহজে এড়ানো কঠিন। তাই তো ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্ꦦরসেনজিৎ চট্টোপাধ্যায়ের অযোগ্য-র স্পেশ্যাল স্ক্রিনিংয়ে এক ছাতার তলায় কার্যত গোটা ইন্ডাস্ট্রি। কাকে ছেড়ে কার দিকে ক্যামেরা তাক করবেন? বোঝা দায়!
অযোগ্য-র স্পেশ্যাল স্ক্রিনিংয়ে শুরুতেই পৌঁছেছিলেন বুম্বাদা। এরপর হাজির সোহম। লেমন রঙা ফুলস্লিভস গেঞ্জি গায়ে চড়িয়ജে একা এলেন দেব। প্রসেনজিৎ-কে দেখেই দাদা বলে জড়িয়ে ধরলেন! ততক্ষণে ফিসফিসানি শুরু 🍎সোহমের সঙ্গে কি দেবের কথা হবে? নেপথ্যে বিধায়কের সাম্প্রতিক চড়কাণ্ড।
সেই বিতর্কে দেবকে পাশে পাননি চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক। তবে এদিন ইন্ডাস্ট্রির সহকর্মী হিসাবে হাসিঠাট্টায় মশগুল অবস্থাতেই পাওয়া গেল দুজনকে। একে একে এলেন জিৎ,আবির, অঙ্কুশরা। অযোগ্য-র সঙ্গে প🥂্রতিযোগিতা নেই, আগেই জানিয়েছিলেন ‘বুমেরাং’ নায়ক। দেব না জিৎ- কার সঙ্গে এন্ট্রি নেবꦍেন? এই দ্বন্দ্ব এড়াতে বোধহয় একাই এলেন রুক্মিণী। ওদিকে রাজের হাত ধরে অযোগ্য দেখতে হাজির শুভশ্রী।
এক ছাদের তলায় থাকলেও একফ্রেমে ধরা গেল না টলিউডের চর্চিত প্রাক্তন জুটি দেব-শুভশ্রীকে। পরি🎃চালক রাজ চক্রবর্তীর সঙ্গে সুখী গৃহকোণ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কেরিয়ার, সংসার, মাতৃত্ব-- সবটাই সামলাচ্ছেন অভিনেত্রী। দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে নিয়ে ভরা সংসা꧋র দুজনের।
শুভশ্রীর মতোই দেবও এখন ব্যক্তিগত জীবনে অনেকটা 🤡পথ এগিয়ে গিয়েছেಌন, রুক্মিণীর সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্বের কথা কারুর অজানা নয়। নয় নয় করে প্রায় সাত বছর দীর্ঘ সম্পর্ক দুজনের। দেব-শুভশ্রীর সম্পর্ক ভেঙেছে, এখন আর বন্ধু নন তাঁরা। তবে একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে সৌজন্যতা বজায় রেখেছেন।
ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ হোক বা কোনও কমন ফ্রেন্ডের পার্টি, মাঝেমধ্যে একছাদের তলায় পাওয়া যায় দুজনকে। এদিনও ছিল তেমনই একটা উপলক্ষ্য। শুভশ্রী-দেব, পরস্পরকে এ☂ড়িয়ে গেলেও তাঁদের বর্তমানের বন্ডিং ছিল চোখে পড়ার মতো। পরিচালক রাজের হাত ধরেই জার্নি শুরু রুক্মিণীর। কথা হল দুজনের।
প্রধান-প্রজাপতি ডিরেক্টর অভিজিৎ সেনের সঙ্গে আড্ডায় মশগুল দেব। পাশে রুক্মিণী। অভিজিতের পরের ছবিতে কি দেবের পাশে দেখা যাবে তাঁর রিয়েল লাইফ দেবীকে? সে-সব ভাবনা পরে। মিডিয়াকর্মীদের মধ্যে একজন বলে উঠলেন, ‘ভাবি ওয়ান না ভাবি টু’।ꦏ হেসে গড🅰়াগড়ি খাচ্ছেন দুজনেই। পরের প্রশ্ন প্রত্যাশিত। ‘দেবদা বুমেরাং কেমন লাগল?’ জবাব দিলেন, ‘অসাধারণ’।
দুই রুক্মিণীকে নিয়ে ধন্দে দেব, তাই কোর্টে বল আসতেই স্টেপꦅ আউট করে ছক্কা! ইশা না নিশা- কাকে বেশি ভালো লাগল? দেব জানালেন, ‘রুক্মিণী অবশ্যই’।
দেব লোকসভার যুদ্ধ দিতে আপতত ব্যস্ত তাঁর পরের ছবি টেক্কা এবং খাদান নিয়ে। অন্যদিক🔯ে শুভশ্রীকে আগামিতে দেখা যাবে বাবলি ছবিতে। রাজের পরিচাল🌸নায় এই ছবিতে নায়িকার জোড়িদার আবির চট্টোপাধ্যায়।