এই মুহূর্তে সরগরম সোশ্যাল মিডিয়ায়। জি বাংলার অফিসিয়্যাল ফেসবুক-ইনস্টাগ্রাম পেজে ক্ষোভ উগরে দিচ্ছে ডায়মন্ড আর হৃদানের ভক্তরা। কারণ গতকাল থেকে টেলিপাড়ার শুরু হয়েছে ফিসফিসানি। আদৃত রায়ের আসন্ন মেগা ‘মিত্তির বাড়ি’কে জায়গা করে দিতে মাত্র ৫ মাসেই নাকি ডায়মন্ড দিদি জিন্দাবাদ বন্ধ হচ🎃্ছে।
রটনা আগামী সপ্তাহেই নাকি শেষদিনের শ্যুটিং সারবেন ডায়মন্ড-হৃদানরা। আর নভেম্বরের শেষেই নাকি টিভির পর্দায় শেষ দেখা যাবে ডায়মন্ড দিদিকে। স্বভাবতই মন ভেঙেছে অয়ন-ডোনা ভক্তদের। তরুণ প্রজন্মের কাছে 🦩এই জুটির জনপ্রিয়তা তুঙ্গে। ১০০ পর্ব পার করেই তরুণ-তরুণীদের মনে ঘর করে নিয়েছে এই জুটি। কারণ শোনা যাচ্ছে, ২৫শে নভেম্বর কিংবা ২রা ডিসেম্বর থেকে রাত ৯টার স্লটে আসছে ‘মিত্তির বাড়ি’।
এই বিষয়ে বিস্তারিত জানতে হিন্দুস্তান টাইম🐲স বাংলার তরফে আমরা যোগাযোগ করেছিলাম হৃদান অর্থাৎ অয়ন ঘোষের সঙ্গে। সিরিয়াꦺল বন্ধের কানাঘুষো এবং ফ্যানেদের ক্ষোভের কথা কানে পৌঁছেছে হৃদানেরও। তিনি ফোনের ওপার থেকে জানালেন, ‘ফ্যানেদের ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য। শুরু থেকেই ওরা আমার আর ডায়মন্ডের পাশে থেকেছে। বন্ধ হওয়ার জল্পনা নিয়ে একটাই কথা বলব, এখনও পর্য়ন্ত চ্যানেল বা প্রোডাকশন হাউসের তরফে আমাদের টিমকে কিছু জানানো হয়নি। সেই অফিসিয়্যাল কনফার্মেশনটা না পেলে এই মুহূর্তে আমার পক্ষে কিছু মন্তব্য করা সম্ভব নয়’।
শুরু থেকেই হিট হৃদান-ডায়মন্ডಌের রসায়ন। টিআরপি তালিকায় শুভ বিবাহের থেকে পিছিয়ে থাকলেও ওটিটি-তে এই শো-এর জনপ্রিয়তা প্রবল। অয়নের কথায়, ‘এটা নতুন জেনারেশনের সৌজন্যে। আমাদের প্রজন্ম, কিংবা যারা আমাদের চেয়েও ছোট তারা জিফাইভে এই সিরিয়ালটা দেখতে পছন্দ করে। আমি নিজের কাজের মাধ্যমে নতুন প্রজন্মের মন জিততে পেরেছি, এটা বড় প্রাপ্তি। এটাই লিড চরিত্রে আমার প্রথম মেগা। তিন মাস আগে থেকে আমার জন্মদিনের সেলিব্রেশন প্ল্যান করছে, এটা বড় প্রাপ্তি। কোথাউ গিয়ে মনে হয়, এই বন্ধুত্ব-খুনসুটি-প্রেমের গল্প ওদের মন ছুঁয়ে গেছে।’
তিনি যোগ করেন, ‘টিআরপিতে আমরা একটু পিছিয়ে থাকলেও আমরা কিন্তু প্রচুর ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসাটা আমার খিদে, কাজের প্রতি ডেডিকেশন আরও বা🥀ড়িয়ে দিয়েছে।’ টেলিভিশনে বদল আসছে, মনে করান অয়ন। বললেন, ‘একটা সময় তো বেঙ্গল টপার মেগা ১৬-১৮ রেট🐈িং পেত। এখন সেটা কমে দাঁড়িয়েছে ৭-এ। আমরা কিন্তু কমবেিশি ৫-এর বেশি রেটিং ধরে রেখেছি। যা আজকের দিনে ভালো টিআরপি হিসাবেই বিবেচিত।’
সত্যি কি বন্ধ হবে ডায়মন্ড দিদি জিন্দাবাদ নাকি মিত্তির বাড়িকে ৯টার স্লট দিয়ে রাতে স্লটে পাঠানো হবে অয়ন-ডোনাদের? কারণ এই মুহূর্তে রাত ৯.৩০ থেকে ১১.০০টার স্লটে মাত্র দুটো মেগা সম্প্রচারিত হয় জি বাংলায়। এব🦩ং টিআরপি-তে কেমন কামাল করে দেখাতে পারছে না মিঠিঝোরা কিংবা মালাবদল। তাই সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।