এই মুহূর্তে 🌃বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মেগা নিম ফুলের মধু। রাত ৮টা বাজলেই পর্ণার কেরামতি দেখতে টিভির সামনে বসে পড়েন সকলে। পর্ণা-সৃজন দর্শকের অন্যতম ফেভারিট জুটি তো বটেই, তবে সিরিয়ালের অনান্য চরিত্রগুলোও সমানভাবে জনপ্রিয়তা পেয়েছে। বাবুর মা হোক কিংবা ধ্যাষ্টামো জেঠু সব্বাই সুপারহিট। তবে টেলিপাড়ার অন্দরমহলে ইতিমধ্যেই কানাঘুষো শুরু হয়ে গিয়েছে শেষের পথে নিম ফুলের মধু!
কী চমকে গেলেন তো? হ্যাঁ, টেলিপাড়ার আকাশে-বাতাসে ভꦬেসে বেড়াচ্ছে এই গুঞ্জন। পুজোর পরপরই নাকি সৃজন-পর্ণার গল্পের রাশ টানবে চ্যানেল কর্তৃপক্ষ। যা শুনে হয়রান সকলেই। সাফল্যের সঙ্গে দু-বছর পার করে ফেলেছে এই মেগা। আজকাল যেখানে দু-মাস কিংবা তিন মাসেও মেগা সিরিয়াল বন্ধ হচ্ছে, সেখানে নিম ফুলের মধু অন্য পথের পথিক। টিআরপি তালিকাতে গত দু-সপ্তাহে একটু উনিশ-বিশ হলেও সেরা ৫ থেকে টলানো যায়নি নিম ফুলের মধু-ক🌳ে। কিন্তু তারপরেও কেন এই রটনা? আদেও এই গুঞ্জনের কোনও সারবত্তা আছে? জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে আমরা যোগাযোগ করেছিলাম রুবেল দাসের সঙ্গে। সামনেই পুজো, তাই শ্যুটিংয়ের বাড়তি চাপ।
ফোন তুলে মুচকি হেসে অভিনেতার জবাব, ‘গুঞ্জন আমার কানেও এসেছে। তবে অফিসিয়্যালি আমাদের কাছে এমন কোনও খবর নেই যে নিম ফুলের মধু শেষ হচ্ছে। আমরা পুজোর ব্যাঙ্কিং-এর জন্য শ্যুট করছি, এখন কাজের প্রচণ্ড চাপ। কিন্তু আজকাল কখন যে কী হয় সেটা তো বলা যায় না! শেষ হওয়ার চর্চার বিষয়টাও আমাদের কাছে একেবারেই গ🧸্রহণযোগ্য নয়। তবে সিদ্ধান্ত নেবেন নির্মাতারা। হয়ত গল্প ফুরিয়ে এসেছে…’।
নিম ফুলের মধুতে আপতত টানটান পর্ব চলছে। সুইটিকে জব্দ করার পর সবাই মনেপ্রাণে চায়, এবার পর্ণার স্মৃতি ফির💞ুক। রুবেল বললেন, ‘দর্শকরা তো অনেকদিন ধরেই আশা করেছিল যে পর্ণার স্মৃতি কবে ফিরবে! আস্তে আস্তে সেটা ফিরছে, সামনে অনেক চমক আছে। বিশ্বাস দর্শকরা পছন্দ করবেন। আপতত ইশাকে কীভাবে জব্দ করা যায়, সেটা নিয়েই এগোবে গল্প।’
অগণিত বার বেঙ্গল টপার হওয়া এই ধারাবাহিক কী কারণে হঠাৎ🍌 বন্ধের মুখে? সূত্রের খবর গল্পের মান একইরকম রেখে সিরিয়ালে ইতি টানতে চাইছেন নির্মাতারা। সামনেই জি বাংলা প্রোডাকশনের নতুন সিরিয়াল আসার জল্পনাও কানে আসছে। চর্চা, আগামী মাসে অর্থাৎ অক্টোবরের শেষের দিকেই নাকি ইতি পড়বে পল্লবী-রুবেল অভিনীত এই মেগায়। বাকিটা সময় বলবে!