দিব্যাকে কালীঘাট সহ কলকাতার বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখিয়েছেন যশ দাশগুপ্ত। কালীঘাটে পুজো দিতে যাওয়ার সময় দিব্যার পরনে ছিল সাদা লিনেন শাড়ি, লাল ঘটিহাতা ব্লাউজ, হাতে-কানে সোনার গয়না, আর মাথার খোঁপায় জুঁই ফুলের মালা। কলকাতায় এসে এক্কেবারে পুরো দস্তুর বাঙালি সাজে সেজেছিলেন দিব্যা।