যত দিন যাচ্ছে, বলিউড সিনে🦄মার বাজেট আকাশচুম্বী। করোনা পরবর্তী সময়ে একাধিক সিনেমা তৈরির টাকাও তুলতে পারছে না ঘরে! একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, তারকাদের বর্ধিত পারিশ্রমিক, তারকাদের অনুষাঙ্গিক খর💯চ বাড়য়ে দিচ্ছে সিনেমার বাজেটও। খানিকটা এ সুর শোনা গেল চলচিচিত্র নির্মাতা ফারহা খানের গলাতে।
টেলিভিশন অভিনেতা দীপিকা কক্কর এবং তার স্বামী সোয়েব ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎকারে ফারহাকে বলতে শোনা যায়, আজকালকার তারকᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚারা ভ্যানিটি ভ্যান না আসা অবধি সেটে আসেন না। কেউ কেউ ৪টি ভ্যানিটি ভ্যান পর্যন্ত আনিয়ে থাকেন নিজের ও নিজের টিমের জন্য।
শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন , অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন ফারহা। তাঁকে বলতে শোনা যায়, ‘যতক্ষণ পর্যন্ত ভ্যান না আসে, ততক্ষণ তারা (বলি তারকারা) কাজ করে না। আজকাল, প্রতিটি অভিনেতার নিজের জন্য প্রায় চারটি ভ্যান দরকার পড়ে। একটি ব্যক্তিগত, এꦿকটি তাঁদের জিমের জন্য, একটি তাদের কর্মীদের জন্য, একটি তাদের জন্য… তারপর খাবারের ট্রাক আসে, এটা আলাদা।’
আরও পড়ুন: কদিন আগে ছেলের ‘প্রেম’ নিয়ে ওঠে প্রশ্ন! ‘আমি🐽 বাড়ি না থাকলে ও খুশি’, ফাঁস রচনার
‘আগে নায়িক��ারা গাছের আড়ালে কাপড় বদলাত। আমরা তাদের জন্য তোয়ালে ধরতাম। আমি নিজে তাদের জন্য এটা করেছি। এমনকী সুইজারল্যান্ডেও তারা বাসের পিছনে পোশাক পরিবর্তন করেছেন, আড়াল করার জন্য বিছানার চা❀দর ব্যবহার করেছি। এখন অভিনেতারা তাদের ভ্যান না এলে নড়ে না।’, আরও বলেন ফরহা।
আরও পড়ুন: টাক 🐲মাথা ভরে গেল চুলে! আজারউদ্দিনের ছেলের চেহারা বদলের ছবি অনলাইনে ভাইরাল
ফারহার বলা কথাগুলো রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। একজন মন্তব্য করল✤েন, ‘এবং তারপরে আমরা ভাবছি কীভাবে প্রতিটি xyz ফিল্মে 100+ কোটি টাকা খরচ হয়। একটি ভালো ছবি তৈরিতে খরচ করার চেয়ে দেখছি তারকা এবং তাদের টিমের জন্য বেশি অর্থ ব্যয় করা হয়...’
আরও পড়ুন: বিয়ের বাকি দিন দশ! আদৃতের সঙ্গে কীভাবে ঝগꦺড়া করে কৌশাম্বি,꧙ ফাঁস করল সহকর্মী
বার থেকে শুরু করে জিম, জমকালো রেস্টরুম থাকে আজকাল 🐟তারকাদের ভ্যানিটি ভ্যানে। সম্প্রতি অক্ষয় কুমার, সহ-অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ-র প্রচার করার সময়, কার্লি টেলসকে বলেছিলেন যে, তার একটি ভ্যান রয়েছে যেখানে তার জন্য বিশেষ খাবার রান্না করা হয়। তাঁর পুষ্টির কথা মাথায় রেখে কাস্টমাইজড খাবার বানানো হয়। সিনের মাঝে ওয়ার্কআউট করার জন্য টাইগার শ্রফের ভ্যানিটি ভ্যানে রয়েছে জিমও।