স্বপ্নপূরণ! মেসির হাতে কাপ… বিশ্বকাপে ট্রফি জয়ী আর্জেন্তিনা। আবেগে ভাসছেন গোটা বি♊শ্বের নীল-সাদা🍌 টিমের ভক্তরা। ট্রফি হাতে নিয়ে আবেগেপ্রবণ মেসি। আনন্দে আত্মহারা তাঁর সতীর্থরা। আর্জেন্তিনার জন্য শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়া জুড়ে।
এমন অবস্থায় রাজ্যের ‘দিদি'রও কাছে বিশেষ আবদার করে বসলেন মীর আফসার আলি। ‘দিদি কাল প্লিজ সরকারী ছুটি হয়ে যাক, নীল-সাদার দিব্যি’, ফেসবুক পোস্টে এমনই আবদার মীরের। সঞ্চালক-কমেডিয়ানের পোস্টের এই ‘দিদি’ কে?
উল্লেখ্য, কয়েক বছর আগেই নীল-সাদায় সেজে উঠেছে গোটা তিলোত্তমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই ছিলেন নীল-সাদা রঙে শহর স📖েজে ওঠার পিছনে মূল কাণ্ডারী। তবে কি মীরের পোস্টের দিদি তিনিই? এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনের মনে। অনেকই আবার পোস্টের নীচে দুষ্টু-মিষ্টি মন্তব্যও করেছেন।
আরও পড়ুন: ‘লাইট দ্য স্কাই’ হিন্দিতে গাইলেন, বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে মঞ্চ মাতালেন নোরা
ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ফুটবল বিশ্বকাপের ট্রফি উঠেছে আর্জেন্তিনার হাতে। প্রসঙ্গত, গোলের শুরুটা আর্জেন্তিনার হাত ধরে হলেও, কাঁটায় কাঁটায় টক্কর দিয়ে গিয়েছে ফ্রান্স। এক্সট্রা টাইম শেষ হওয়ার ঠিক আগের ৫ মিনিটেও এম বাপে গোল শোধ করে ৩-৩ স্কোর করে দেয়। তারপর কিন্তু ট্রাইবেকারে শেষ হাসি হেসেছেন স্কালোনির ছেলেরা। ১৯৮৬ সালের পর শাꦿপমোচন হল আর্জেন্তিনার। সঙ্গে জয়ের হাসি ফুটল কোটি কোটি মানুষের মুখে।