সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত🎃 ফাইটার বক্স অফিসে প্রথম দিনেই পেয়েছে পজিটিভ প্রতিক্রিয়া। ফার্স্ট ডে ফার্স্ট শো-র দর্শকদের প্রতিক্রিয়া ইতিমধ্যেই এসে গিয়েছে সামনে। টুইটার ভরে গিয়েছে ছবি নিয়ে দর্শকদের কাছ থেকে আসা ইতিবাচক প্রতিক্রিয়াতে। চলুন দেখে নেওয়া যাক এক নজরে-
ফাইটারের টিজারেই চোখে পড়েছিল হৃতিক রোশন আর দ⛎ীপিকা পাড়ুকোনের অসাধারণ কেমিস্ট্রি। ট্রেলার যদিও দেশভক্তিতেই জোর দিয়েছিল। সিনেমা দেখে নেটিজেনরা এরিয়াল অ্যাকশন এবং দেশপ্রেমের অনন্য মিশ্রণের প্রশংসা করেছেন। সিনেম্যাটিক দৃষ্টিভঙ্গিকে এক ধাপ উপরে নিয়ে যাওয💖়ার জন্য রীতিমতো জয়জয় হচ্ছে সিদ্ধার্থ আনন্দের।
ফাইটার সিনেমার বিষয়বস্তু প🍰াকিস্তানের ༒খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোট শহরের আশেপাশে ভারতীয় সশস্ত্র বাহিনী দ্বারা করা বালাকোট বিমান হামলাকে ঘিরে আবর্তিত হয়েছে। জম্মু ও কাশ্মীরে সেনা কনভয়ের উপর হওয়া সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের (জেএম) বৃহত্তম শিবিরের বিরুদ্ধে বিমান হামলা করা হয়েছিল ভারতের তরফে। সন্ত্রাসী হামলায় প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছিল।
একজন সামাজিক মাধ্যমে লিখলেন, ‘এখনও সিনেমার রেশ শেষ করে বেরোতে পারিনি। হৃতিক এটিকে হিট করেছেন। দীপিকা চরিত্রটির জন্য পারফেক্ট। বিশেষ করে দ্বিতীয়ার্ধে🅷র অ্যাকশন দৃশ্যগুলো অতুলনীয়।’ অপরজন লিখলেন, ‘বাপ লেভেলের এন্ট্রি হৃতিকের+ গ্রিক গডের স্ক্রিন পেজেন্স গায়ে কাঁটা তুলবে আপন🅰ার। MASS KA BAAP।’
তৃতীয়জনের মন্তব্য, ‘হৃতিক আর দীপিকার অভিনয় আর রসায়ন ফুল মার্কস। চমকপ্রদ অ্যাকশন। 🍨অত্যাশ্চর্🐻য ভিজ্যুয়াল আবেদন। প্রচুর রোমাঞ্চ, টুইস্ট, সাসপেন্স। বক্স অফিসে টাইফুন আসতে চলেছে।’
চলুন দেখে নেওয়া যাক টুইটারে আসা রিভিউগুলি-
Sacnilk.com রিপোর্ট অনুসারে, ফাইটার প্র🅠থম দিনে ২৫ কোটি টাকা সংগ্রহ করতে পারে। প্রজাতন্ত্র দিবসের কারণে শ🔯ুক্রবার থেকে এটি আরও বাড়তে পারে এবং তারপরে প্রথম সোমবার আসার আগেই শনি ও রবিবার পর্যন্ত শক্তিশালী মার্কেট ধরে রাখার সম্ভাবনা রয়েছে। প্রথম ৪ দিনেই আয় হয়ে যেতে পারে ১০০ কোটি।
ফাইটার হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনকে প্রথমবারের মতো একসঙ্গে নিয়ে এসেছে। এতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়, সঞ্জিদা শেখ, তালাত আজিজ, সঞ্জীব 𝓀জয়সওয়াল, ঋষভ সাহনি এবং আশুতোষ রাণা। মারফ্লিক্স পিকচার্সের সহযোগিতায় ভায়াকম ১৮ স্টুডিওজ দ্বারা সমর্থিত, ফাইটারকে ভারতের প্রথম এরিয়াল অꦜ্যাকশন সিনেমা হিসেবে চিহ্নিত করা হয়েছে।