২০২৪-এর প্রথম ব্লকবাস্টার হতে চলেছে হৃতিক রোশনের সিনেমা ফাইটার। দেশপ্রেমের সিনেমার বরাবরই রয়েছে আলাদাই ফ্যান ফলোইং। আর তা যদি স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের মতো বিশেষ দিনে মুক্তি পায়, তাহলে তো কথাই নেই। প্রথম থেকেই বলা হয়ে আসছিল, ভারতে এর আগে এ🍨ভাবে এরিয়াল অ্যাকশন অর্থাৎ মাঝ আকাশে মারামারি দেখায়নি কোনও বলিউড সিনেমা, তারওপর প্রথমবার জুটি বেঁধেছিলেন হৃতিক রোশন আর দীপিকা পাড়ুকোন, সঙ্গে যোগ হয়েছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনা। এই ৩ মিলে সিনেমা হলে আসার অনেক আগে থেকেই তৈরি হয়েছিল উন্মাদনা।
Sa꧂cnilk.com-এর প্রাথমিক প্রতিবেদন অনুসারে, তৃতীয় দিনে ছবির আয় আনুমানিক ২৮ কোটি।
ফাইটারের বক্স অফিস কালেকশন:
প্রজাতন্ত্র দিবসের একদিন আগে ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ফাইটার। প্রথম দিনཧেই এই সিনেমা আয় করে ২২.৫ কোটি। তবে লোকমুখে ছড়িয়ে পড়া পজিটিভ রেসপন্সের কারণে দ্বিতীয় দি🔴নে, অর্থাৎ ২৬ জানুয়ারিরতে আয় বাড়ে এক ধাক্কায় অনেকখানি। ৩৯.৫ কোটি ঘরে তোলে এই সিনেমা।
আশা রাখা হয়েছিল, শনিবার ও রবিবারেও ꦫএই আয় ধরে রাখতে সক্ষম হবে ফাইটার। আয় অন্তত ৩০ কোটির উপরে থাকবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, শনিতে অনেকখানিই পড়ল আয়। ২৮.০০ কোটি নিয়েই সন্তুষ্ট থাকতে হল হৃতিক-দীপিকার সিনেমাকে।
ভারতে এ পর্যন্ত ছবিটির💞 মোট আয় ৯০ কোট🔯ি। মুক্তির পরের ৪ দিন মিলিয়ে ১২০ কোটি হবে বলেই বিশ্বাস ফিল্ম ট্রেড অ্যানালিসিস্টদের।
সোশ্যাল মিডিয়ায় কিন্তু ফাইটার নিয়ে পজিটিভ রেসপন্স। পুলওয়ামায় হওয়া সেনকনভয়ে জঙ্গি হামলা ও সেই হামলার পর ভারতের তরফে পাকিস্তানের বালাকোট প্রেদেশে আশ্রিত জঙ্গিশিবির ধ্বংস করতে ভারতের এয়ার স্ট্রাইক উঠে এসেছে ছবিতে। সঙ্গে হৃতিকের 𒊎মুখে গা গরম করার মতো কিছু ডায়লগও আছে। একটিতে প্যাটিকে বলতে শোনা যায়, ‘পিওকে-র মানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর। তোমরা অধিকৃত করেছো। মালিক আমরা।’
আরেক জায়গায় পাকিস্তানকে তুলোধনা করে হৃতিক বলে ওঠে, ‘তো🔥দের মতো জঙ্গিদের জন্য আমরা যদি অসভ্যতা শুরু করে দেই তাহলে কদিন পর আইওপি হয়ে যাবে। ভারত (ইন্ডিয়া) অধিকৃত পাকিস্তান।’
এদিকে, ফাইটার নিয়ে যখন উন্মাদনা দর্শকদের মধ্যে, তখন আবার বিদেশের বড় একটা অংশে সিনেমা নিষিদ্ধ হয়েছে ‘বিতর্কিত বিষꦏয়বস্তু’র কারণে। পাকিস্তানের বহু তারকা ফাইটারের বিরুদ্ধাচারণ করেছেন প্রকাশ্যে। এমনকী, দেশের মধ্যে অনেকেই এটিকে ‘বিজেপির ভোট নীতি’র অংশ হিসেবে দাগিয়েছেন।