অতিমারীকে সঙ্গে নিয়েই বিশ্বের নানান প্রান্তে আয়োজিত হচ্ছে বিনোদন জগতের সঙ্গে যুক্ত নানান পুরস্কারের আসর। শনিবার রাতে ঘোষিত হল ৬৬তম ফিল্মফেয়ার পুরস্কার বিজেতাদের নাম। বলিউডের অন্যতম ঐতিহ্যশালী পুরস্কারের আসরে বড় জয় তাপসী পান্নু অভিনীত ‘থাপ্পড়’-এর। সেরা ছবি,সেরা অভিনেত্রী, সেরা কাহিনি এবং সেরা এডিটিং-এর পুরস্কার ছিনিয়ে নিয়েছেন অনুভব সিনহার এই ছবি। অন্যদিকে আংরেজি মিডিয়াম ছবির জন্য (মরণোত্তর) সেরা অভিনেতার পুরস্ক🍰ার পেলেন ইরফান খান। গত বছর ২৯শে এপ্রিল ক্যানসারের সঙ্গে লড়াই থামিয়ে না-ফেরার দেশে চলে যান মাত্র ৫৩ বছর বয়সী ইরফান। এদিন শুরু সেরা অভিনেতা নয়, জীবন কৃতী সম্মান বা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারেও সম্মানিত করা হয়েছে ইরফান খানকে। ইরফান পুত্র বাবিল খান এই সম্মান গ্রহণ করেন।
এক নজরে দেখে নিন ফিল্মফেয়ার বিজয়ীদের তালিকা-
সেরা ছবি- ‘থাপ্পড়’
সমালোচকদের বিচারে সেরা ছবি- Eeb Allay Ooo (প্রতীক♓ ভাট)
সেরা অভিনেতা- ইরফান খান (আংরেজি মিডিয়াম) [ মরণোত্তর়]
সমালোচ💧কদের বিচারে সেরা অভ൲িনেতা- অমিতাভ বচ্চন (গুলাবো সিতাবো)
সেরা অভিনেত্রী- তাপসী পান্নু (থাপ্পড়)
সমালোচকদের বিচারে সের𝕴া অভিনে🐭ত্রী- তিলোত্তমা সোম (স্যার)
সেরা পরিচালক- ওম রাউত (তানাজি : দ্য আনসাং ওয়ারিয়ার্স)
সেরা সহ অভিনেতা- সইফ আলি খান (তানাজি : দ্য আনসাং ওয়ারিয়ার্স)
সেরা সহ অভিনেত্রী- ফারুক জাফার (গুলাবো সিতাবো)
সেরা চিত্রনাট্য- রোহন গেরা (স্যার)
সেরা কাহিনি- অনুভব সিনহা ও ম্রুন্ময়ী লাগু ওয়াইকুল (থাপ্পড়)
সেরা ডায়লগ- জুহি চতুর্বেদী (গুলাবো সিতাবো)
সেরা নবাগত পরিচালক- রাজেশ কৃষ্ণান (লুটকেস)
সেরা নবাগতা অভিনেতা- আলিয়া এফ (জাওয়ানি জানেমন)
লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান- ইরফান খান
মিউজিক্যাল বিভাগের পুরস্কার-
সেরা মিউজিক অ্যালবাম- প্রীতম (লুড)
সেরা গীতিকার- গুলজার (ছপাক)
সেরা কন্ঠশিল𒐪্পী (পুরুষ)- রাঘব চৈতন্য (এক টুকরা ধূপ, থাপ্পড়)
সেরা কন্ঠশিল্পী (মহিলা)- আসিস কৌর (মা𓂃লঙ্গ ছবির টাইটেল ট্রাক)
স⛦েরা ব্যাকগ্রাউন্ড স্কোর- মঙ্গেশ উর্মিলা ধাকড়ে (থাপ্পড়)
সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’-র টাইটেল কোরিওগ্রাফ করে সেরার পুরস্কার জিতে নিয়েছেন ফারহা ꦚখান।