সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার জট খুলতে ই𓄧তিমধ্যেই𝔉 প্রায় ৩০ জনের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ। সুশান্তের আত্মহত্যার মামলায় মুম্বই পুলিশের তরফে শমন পাঠানো হয়েছিল বলিউড বলিউড শেখর কাপুরকেও। জানা যাচ্ছে ই-মেল মারফত নিজের বয়ান মুম্বই পুলিশকে পাঠিয়ে দিয়েছেন শেখর কাপুর।
গত ১৪ই জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। ৩৪ বছর বসয়ী অভিনেতার মৃত্যুকে আত্মহত্যা বলে মেনে নিতে রাজি হয় অনুরা🎉গীরা। মৃত্যুর ২৬ দিন পরেওᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ সোশ্যাল মিডিয়ায় লাগাতার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন তারা। অন্যদিকে সুশান্তের আত্মহত্যার তদন্তে নেমে পেশাদার ক্ষেত্রে রেষারেষির দিকটি জোর দিয়ে খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই জেরা হয়েছে বলিউডের নামী প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের আধিকারিকদের যাদের সঙ্গে মাঝপথেই চুক্তি ভেঙেছিলেন সুশান্ত। অন্যদিকে গত সোমবার পরিচালক সঞ্জয় লীলা বনশালিকেও জেরা করে মুম্বই পুলিশ।
সূত্রের খবর, আপতত মুম্বইয়ে উপস্থিত না থাকায় থানায় হাজির হতে পারছেন না শেখর কাপুর। তবে নিজের বয়ান ই-মেলে তদন্তকারী অ⛦ফিসারদের পাঠিয়ে দিয়েছিলেন পানি পরিচালক। সুশান্তকে নিয়ে নিজের স্বপ্নের প্রোজেক্ট পানি পরিকল্পনা করেছিলেন শেখর।ঘোষণার প্রায় তিন বছর পর আচমকাই পানি থেকে সরে দাঁড়ায় প্রযোজনা সংস্থা যশ রাজ। ফলে শ্যুটিং ফ্লোরেই যায়নি এই ছবি।&nbs𝓰p;
সুশান্তের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বিস্ফোর𒀰ক মন্তব্য করেছেন শেখর কাপুর। ইনস্টাগ্রাম লাইভে মনোজ বাজপায়ীকে শেখর কাপুর বলেন 'পানির প্রযোজক বলে ছিল, আমরা সুশান্তকে নিয়ে পানি তৈরি করব না,পানি তৈরি হবে না'। এছড়াও সুশান্তের মৃত্যুর পরেই একটি টুইট বার্তায় শেখর কাপুর নাম না করেই প্রশ্নের মুখে দাঁড় করান বলিউডের কিছু ব্যক্তিত্বকে। তিনি লেখেন, আমি জানি তুই কোন যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলিস। আমি জানি সেই সব মানুষের কথা যারা তোকে খুব বাজেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে।তুই আমার কাঁধে মাথা রেখে কেঁদেছিস।যদি শেষ ছ’টা মাসও আমি তোর পাশে থাকতাম..যদি তুই আমার কাছে অন্তত একবার ফিরে আসতিস। তোর সঙ্গে যা হয়েছে এর কর্মফল ওদের ভোগ করতে হবে। এটা তোর দোষ নয়’।
ই-মেল মারফত শেখর কাপুরের বয়ান মেলার খবরে শিলমোহর দিয়েছেন একজন সিনিয়ার আইপিএস অফিসারও। মিড-ডে'কে তিনি জানান, সুশান্তের মৃত্যুর পরের দিন ওঁনার এক টুইটের ভিত্তিতে আমরা ওঁনাকে শমন পাঠিয়েছিলাম। উনি ই-মেল মারফত আমাদের কিছু তথ্য পাঠিয়েছেন, যা আমরা খতিয়ে দেখছি। কিন্তু আমাদের এই সম্পর্কে আরও তথ্য দরকার। উনি শহরে ফ🐼িরলে বিস্তারিতভাবে ওঁনার সঙ্গে কথা বলা হবে এবং বয়ান রেকর্ড করা হবে'।