▨ বছর শেষে জি বাংলার পর্দায় হাজির হচ্ছে একের পর এক নতুন মেগা। একসঙ্গে বিরাট বদল এসেছে সিরিয়ালের সম্প্রচার সময়েও। রাতের স্লটে চলে যাচ্ছে ‘লক্ষ্মী কাকিমা’, বদলে সেই জায়গা নিচ্ছে ‘রাঙা বউ'। পাশাপাশি অরুণিমা-ঋত্বিক জুটিও খুব শীঘ্রই হাজির হচ্ছে জি বাংলার পর্দায়। তবে ফিকশনের পাশপাাশি নন-ফিকশনেও থাকছে চমক।
♌গত কয়েক মাস ধরেই ‘ঘরে ঘরে জি বাংলা’র প্রোমো দেখছে দর্শক। এই গেম শো-এর সঙ্গে জি বাংলার পর্দায় ফিরছেন ‘গোয়েন্দা গিন্নি’ ইন্দ্রাণী হালদার। ‘শ্রীময়ী’ শেষ হওয়ার পর থেকেই ছোটপর্দার দর্শক ইন্দ্রাণীর অপেক্ষায় ছিল, অবশেষে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে। এবার জানা গেল কবে থেকে আর কোন সময়ে আসবে এই গেম শো।
♍আগামী ২রা জানুয়ারি থেকে বিকাল ৪.৩০-টে থেকে দেখা যাবে ‘ঘরে ঘরে জি বাংলা’। সোম থেকে শনি, সপ্তাহে ছয়দিন দেখা যাবে এই গেম শো। সুতরাং ‘রান্নাঘর’-এর জায়গা নিচ্ছে এই শো। তবে দর্শকদের একটা বড় অংশের আশঙ্কা, এই শো-এর আগমনে বন্ধ হবে দিদি নম্বর ১। বর্তমানে বিকাল ৫টার সময় সম্প্রচারিত হয় ‘দিদি নম্বর ১’। রচনার শো-এর সম্প্রচার সময় এক ঘন্টা। অনেকেই আশঙ্কা করছেন ‘ঘরে ঘরে জি বাংলা' এক ঘন্টা সম্প্রচারিত হলে ‘দিদি নম্বর ১’-এর ভবিষ্যত কী? পাশাপাশি পরপর দুটো গেম শো সম্প্রচারিত হবে? সেই প্রশ্নও জাগছে অনেকের মনে।
🤡সেই ২০১০ সাল থেকে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে ‘দিদি নম্বর ১’। একটানা ১২ বছর দর্শক মনে একই জনপ্রিয়তা ধরে রেখেছে এই রিয়ালিটি শো। যা বিরাট পাওনা। টেলিপাড়া সূত্রের খবর, এখনই চিন্তার কোনও কারণ নেই রচনা ভক্তদের। দিদি নম্বর ১ আগের মতোই চলতে থাকবে জি বাংলার পর্দায়। আধ ঘন্টাই সম্প্রচারিত হবে ‘ঘরে ঘরে জি বাংলা’। তবে একথা নিশ্চিত টিআরপি-র লড়াই জমে উঠবে নতুন এই নন-ফিকশন শো-এর আগমনে। টিআরপি তালিকায় রচনাকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন ইন্দ্রাণী হালদার তা বলবার অপেক্ষা রাখে না।