অফগানিস🌠্তান প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে চলেছেন একের পর এক তারকা। গত কয়েকদিন ধরে সে দেশের মানুষদের ওপর, বিশেষ করে কাবুল শহরে যা হচ্ছে, তা সত্যি মেনে নেওয়া যায় না। মিলছে না খাদ্য, ঘর ছেড়েছেন হাজার হাজার মানুষ, নারীদের বিক্রি করে দেওয়া হচ্ছে। রিয়া চক্রবর্তী থেকে শুরু করে সোনি রাজদান, জয়া আহসান সকলেই উগরে দিয়েছেন নিজের ক্ষোভ, হতাশা। তবে স্বরার টুইট জন্ম দিয়েছে নতুন বিতর্কের। হিন্দু-প্রধান দেশে বসেই ‘হিন্দুত্ববাদের’ নিন্দা করলেন তিনি। এমনকী হিন্দুত্ববাদের সঙ্গে তালিবানি সন্ত্রাসের তুলনাও টানেন। তারপর তাঁকে গ্রেফতারের দাবি তোলে নেট-নাগরিকরা। আর এবার তাঁর নামে অভিযোগ জমা পড়ল লালবাজারে। রাজা চৌধুরী নামে এক ব্যক্তি তাঁর নামে FIR করেছেন।
কী লিখেছেন স্বরা টুইটারে? স্বরা টইট করেছেন, ‘হিন্দুত্ববাদী সন্ত্রাসের সমালোচনা আমরা করি না। আর তালিবানি সন্ত্রাসের ছবি দেখে আমরা রেগে যাই, ক্ষুব্ধ হই। তালিবানদের অত্যাচার দেখে আমরা গর্জে উঠি। আর হিন্দুত্ববাদী সন্ত্রাসের সময় চোখ বুজে থাকি। আমাদের মূল্যবোধ কোনও নির্দিষ্ট জাতি বা নিপীড়কের উপর নি🐼র্ভর করে তৈরি করা উচিত নয়।’
তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ করলেন রাজ চৌধুরী নামে কলকাতার এক যুবক। কলকাতা পুলিশের সাইꦬবার সেলে লিখিত অভিযোগ করেছেন তিনি। প্রতিলিপি পাঠিয়েছেন কলকাতার পুলিশ কমিশনারকেও।
রাজা চৌধুরী তাঁর সেই অভিযোগ পত্রে লিখেছেন, ‘হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন স্বরা ভাস্কর। এভাবে হিন্দু ও মুসলিমদের মধ্যে ইচ্ছাকৃতভাবে বিভেদ সৃষ্টি করতে চাইছেন। শুধু যে হিন্দুদের সন্ত্রাসবাদী তকমা দেওয়ার চেষ্টা করেছেন তাই-ই নয়, তালিবানি সনജ্ত্রাসের প্রশংসা করেছেন। এই ধরনের পোস্ট সমাজে খারাপ প্রভাব ফেলে। ভারতীয়🎃 এবং হিন্দু হিসেবে আমি আঘাত পেয়েছি। তাই আমি স্বরা ভাস্করের বিরুদ্ধে এফআইআর করতে চাই।’
ভারতে যেখানে হিন্দুর সংখ্যা সবথেকে বেশি, সেখানে স্বরার এই মন্তꦓব্যকে অনেকেই ‘হিন্দু বিরোধী’ বলে মনে করেছেন। কেউ কেউ আবার তাঁর এই টুইটে খুঁজে পেয়েছেন বিজেপি বিদ্বেষ। লোকের চোখ টানার জন্য, খবরে থাকার জন্যই টুইট করেন স্বরা, এরকমটা♍ও মনে করা হচ্ছে।