প্রয়াত পঞ্জাবি লোকগানের জনপ্রিয় শিল্পী শওকত আলি। আজ (শুক্রবার) লাহোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৮ বছর বয়সী এই শিল্পী। প্রায় একমাস ধরে লাহোরের পাকিস্তানের আর্মি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি। সেখানেই আজ মৃত্যু হয় তাঁর, জানিয়েছে পাকিস্তানি সংবাদপত্র Dwan ‘কাদি তে হাস বোল নি’ গান যার হাত ধরে জেনারেশনের পর জেনারশনের মধ্যে ছড়িয়ে পড়েছে, তার জীবনের শেষ কয়েকটা দিন কাটল চরম দুর্দশার মধ্যে। যকৃত বিকল হয়ে যাওয়ায় ICU-তে রাখা হয়েছিল তাঁকে। করোনার জেরে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ থাকায় অর্থ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন শিল্পী। লোকগানের পাশাপাশি গজল এবং পঞ্জাবি ছবিতেও গান গেয়েছেন তিনি। মালাকাওয়ালের সংগীত পরিবারে জন্ম তাঁর, ষাটের দশকে শুরু হয়েছিল তাঁর সংগীত জীবন। প্রাইড অফ পাকিস্তান ছাড়াও একাধিক সম্মানে ভূষিত হয়েছেন শওকত আলি। তাঁর প্রয়াণে শোকের ছায়া দক্ষিণ এশিয়ার শিল্পীমহলে। তিনি রেখে গেলেন তিন সন্তান-ইমরান, আমির এবং মোহসিনকে।