মাত্র ৫০-এই সব শেষ। চল🐎ে গেলেন ফুড ব্লগার নাতাশা দিদ্দি। যিনি কিনা আবার 'দ্য গুটলেস ফুডি' নামেও পরিচিত। ২৪ মার্চ, রবিবার মহারাষ্ট্রের পুণেতে মৃত্যু হয় নাতাশা দিদ্দির। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি🅘। তাঁর মৃত্যুর খবর জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন নাতাশার স্বামী।
নাতাশার স্বামী ইনস্টাগ্রামে লেখেন, ‘অত্যন্ত বেদনাদায়ক একটা খবর, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, 'আমার স্ত্রী নাতাশা দিদ্দি, ওরফে দ্য গুಞটলেস ফুডি'💎-আর নেই। আমি ভগ্নহৃদয় নিয়ে ওঁর মৃত্যুর দুঃখজনক খবর জানাচ্ছি।'
জানা যাচ্ছে, বহুদিন হল অসুস্থ ছিলেন নাতাশা দিদ্দি। তাঁর পাকস্থলীতে টিউমার হয়েছিল। আর সেকারণেই ১২ ব♚ছর আগে পাকস্থলী কেটে বাদ দেওয়া হয়। দীর্ঘদিন🐭 ধরেই পাকস্থলী ছাড়াই বেঁচে ছিলেন নাতাশা। সম্প্রতি তিনি ডায়রিয়া, বমি ভাব এবং খাবার খাওয়ার পরে হালকা মাথা ঘোরা বা ক্লান্ত বোধ করার মতো একাধিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা চলছিল।
আরও পড়ুন-মিমি-নুসরতদের ট🙈িপস নিতে চান না💖! 'ওদের সঙ্গে দেখা হলে একটা প্রশ্নই করতে চাই' বলছেন রচনা
পেশায় নাত♎াশা দিদ্দি একজন বাবুর্চি Chef ছিলেন। তবে নাতাশা দিদ্দির স্বামী নিজের পোস্টে জানিয়েছেন, 'দ্য গুটলেস ফুডি অ্যাকাউন্টটি বাঁচিয়ে রাখা হবে। কারণ তাঁর এই অ্যাকাউন্টে বহু অনুসরণকারী রয়েছেন। যাঁরা শুধুমাত্র নাতাশার পোস্টগুলির জন্যই বারবার ফিরে আসেন।