ক্রিসমাসের প্রাক্কালে দাদাগিরি-র মঞ্চে খুদে সান্তারা ভিড় জমিয়েছি🔜ল। রবিবার জি বাংলার এই জনপ্রিয় রিয়ালিটি শো-এর মঞ্চে দেখা মিলল ছোটপর্দা ও সোশ্যাল মিডিয়ার খুদে তারকাদের। পৌঁছেছিল তানি-মুনি, হাম্পটি-দীপান্বিতা, ধৃতিষ্মান চক্রবর্তী, অনুমেঘা কাহালিরা। দেখা মিলল সারেগামাপা খ্যাত হৃদিস্রোতা এবং স্বর্ণাভর। খুদেদের ট্যাল🅘েন্টে হাঁ সৌরভ।
সুপ্রদীপ খাটুয়া, বাঙালির কাছে অতি পরিচিত ন♍াম। কী চিনলেন না তো? আসলে ফুগলা নামেই বিখ্যাত সে। আট থেকে আশি, সবাইকে নিজের আধো আধো কথায় মাতিয়ে রাখে ফুগলা। তাঁর মিষ্টি হাসিতেই কুপোকাত সকলে। দাদাগিরি সিজন ৯-এর মঞ্চে নেতাজি সেজে হাজির হয়েছিল ফুগলা। এবার অনুমেঘার সঙ্গে জুটি বেঁধে দাদার গেম শো-তে পৌঁছেছিল সে।
খুদেকে দেখেই অতীতের স্মৃতি হাতড়ালেন সৌরভ। আর বললেন, ‘সুপ্রদীপ আগে এসেছিল দাদাগিরিতে। এখন কতো স্মার্ট দেখতে হয়ে গেছে।’ এরপরই ফুগলাকে সটান প্রশ্ন, ‘দাদা এক আছে না পালটে গিয়েছে?’ বেশ খানিক্ষণ সৌরভকে পর্যবেক্ষণ করে জানায়, ‘তুমিও একটᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚু একটু পালটে গিয়েছো’। দাদার বদল সম্পর্কে বলতে গিয়ে অনুমেঘা জানায়- ‘তুমি চশমার ফ্রেম পালটেছো’। কিন্তু আসল বদল নজর এড়ালো না ফুগলার।
সৌরভকে সে বলে, ‘তোমার দাড়িটা ছিল না, এখন দাড়িটা হয়েছে।' এখানেও থামেনি তাঁর কথার ফুলঝুরি, খুদে জানান- ‘দাড়িতেই ভাল্লা♉গছে।’ ফুগলার মুখে নিজের হালকা দাড়ির প্রশংসা শুনে সৌর🎐ভ শপথ নেন ‘নেক্সট ১০ বছর দাড়ি কাটা যাবে না’।
এদিন হাম্পটির খাওয়া দেখে হাঁ সৌরভ। নিজেও খেল আর পাশে দাঁড়ানো দীপান্বিতাকেও কেক খাওয়াতে মশগুল হাম্পটি। সান্তাক্লজের টুপি মাথায় দুই খুদেকে দ𒈔েখে ভীষণ ‘কিউট’ লাগলো নেটপাড়ার। ওদিকে নিজের মা-কেই পছন্দের অভিনেত্রী বলে বসল হাম্পটি।
রায়ানের সঙ্গে দাদাগিরি-তে অংশ নিল মিঠাইরানির অনস্ক্রিন পুত্র ধৃতিষ্মান। দাদাগিরির ট্রফি এদিন ওঠে এই জুটির হাতে﷽ই।