বিপদ কেটেছে আগেই। স্বাভাবিক ছন্দে ফিরেছে সিংহ রায় 🌼পরিবার। আপাতত 🌱সেখানে খুশির মরশুম।
স্ত্রীকে চমকে দিয়ে ফের ভট্টাচার্য বাড়িতে ফের দুর্গাপুজো শুরু করে ঋদ্ধি। আর তাকে লুকিয়ে সাহায্য করে দ্যুতি এবং বনি। তাদের এই পরিকল্পনার কথা যদিও আগে থেকেই জেনে গিয়েছিল খড়ি। আর তখনই পুরো সিংহ রায় পরিবারকে নিয়ে বা💧ড়িতে হাজির হয় সে।
ভট্টাচার্য বাড়িতে এক সময় ধুমধাম করে দুর্গাপুজো হতো। যা খড়ির জেঠুর মৃত্যুর পর বন্ধ হয়ে যায়। মহালয়ඣার দিন সকালেই স্ত্রীর কাছে সে কথা জানতে পারে ঋদ্ধি। তার পরেই ফের পুরোনো রীতি চালু করার সিদ্ধান্ত নেয় সে।
আপাতত ভট্টাচার্য বাড়িতে উৎসবের হাওয়া। নাচগান, আড্ডা, খুনসুটিতে মেতে দুই পরিবারের সদস্যরা। আর তার মাঝেই মাথাচাড়া দিয়ে উঠেছে খড়ির জেঠুর মৃত্যুর প্রসঙ্গ। একটি পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তার। আর সেই দুর্ঘটনার সঙ্গেই জড়িয়ে রয়েছে সিংহ রায় পরিবারের দুই সদস্য। সুধাংশু এবং ঋদ্ধিমান। এ কথা যদিও এখনও খড়ির অজানা।
(আরও পড়ুন: খড়ির বাড়িতে এসে হাজির গোটা সিংহ রায় পরিবার! স্ত্রীর জন্য এমন কী করল ঋদ্ধি)
জেঠুর মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল খড়ি। শাস্তি দিতে চেয়েছিল অপরাধীদের। কিন্তু অর্থের জোর না থাকায় হার মানতে হ𓃲য় তাকে। পরাজয় স্বীকারের সেই ক্ষত এখনও সেরে ওঠেনি। উৎসবের মরশুমে কি তবে ফাঁস হবে আ꧅সল সত্যি? আরও একবার দূরত্ব তৈরি হবে ঋদ্ধি-খড়ির মধ্যে? এখন সেটাই দেখার।