২০২৩ সালে ধামাকা দ🔯িয়েছিল গদর ২। শুধু যে কেরিয়ারে দীর্ঘদিন পর সাফল্য পেয়েছিলেন সানি দেওল তাই নয়, অফার দিয়েছিলেন বক্স অফিসকে ৫০০ কোটির সিনেমা। এমনকী, শাহরুখ খানের পাঠানের আয়কেও টক্কর দিয়ে গিয়েছে সানি দেওলের গদর ২। পরিচালক অনিল🐻 শর্মার কেরিয়ারেও হাওয়া লাগিয়েছিল এই সিনেমা।
এবার গদর ৩ আসার প্রস্তুতি জোরকদমে চলছে বলেই খবর রয়েꦆছে। অর্থাৎ আরও একটি ৫০০ কোটি আসার অপেক্ষায় নির্মাতারা।
২০০১ সালে মুক্তি পেয়েছিল গদর: এক প্রেম কথা। যা তৈরি করা হয়েছিলꦉ ১৯৪৭ সালের প্রেক্ষাপটে। সেই সময় একইদিনে মুক্তি পেয়েছিল লগন। অনেকেই ভেবেছিলেন আমিরের সিনেমার সামনে ধোপে টিকবে না গদর। কিন্তু তা হয়নি। কয়েকগুণ বেশি ব্যবসা করে আমির খানের সিনেমা।
এরপর ২২ বছর পর ২০২৩ সালে মুক্তি পায় গদর 🎃৩। ১৯৭১ সালের প্রেক্ষাপটে সেট করা হয় সিনেমা। ভারত-পাক যুদ্ধের আবহে এ🍎বার সেট করা হয়েছিল। খবর রয়েছে, গদর ৩-এ থাকছে ১৯৯৯ সালের প্রেক্ষাপট। সেই সময়কার ভারত-পাকিস্তান সংঘর্ষকে ফোকাস করবে সিনেমা।
প𒈔্রথম থেকেই ঠিক ছিল গদর ২-এর কয়েকবছর পরের প্রেক্ষাপটেই আনা হবে গদর ৩। এর প্রধান কারণ যাতে যুক্তিপূর্ণভাবে সানির চরিত্র তারা সিং-এর বয়স দেখানো যায়। তৃতীয় পার্টেও সাকিনা (আমিশা পাটেল💞) ও জিতে (উৎকর্ষ শর্মা)-কে দেখা যাবে।
২০২৫ সাল থেকে গদর ৩-এর শ্যুটিং শুরু হবে বলেই আশা করা ✅যাচ্ছে। সংগীত, অ্যাকশন, ইমোশন, দেশভক্তিতে ভরা পাওয়ারপ্যাকড স🌳িনেমা হতে চলেছে গদর ৩।
সানির হাতে থাকা প্রোজেক্ট:
তবে গদর ২ ভাগ্য বদলে দিয়েছে সানি দেওলের। মাঝে বেশ কিছু বছর বলিউড থেকে গায়েবই ছিলেন তিনি। তবে সাফল্য আসতেই নিজের পারিশ্রমি🧔𒁃ক একধাক্কায় কয়েকগুণ বাড়িয়ে নিয়েছেন ধর্মেন্দ্র-পুত্র। আপাতত ফ্লোরে যাওয়ার জন্য প্রস্তুত লাহোর ১৯৪৭। আমির খান এই সিনেমার প্রযোজক। পরিচালনা করছেন রাজকুমার সন্তোষী।
এদিকে বলিউডের অন্যতম ড্রিম প্রಞোজেক্ট রামায়ণে-ও থাকার কথা শোনা যাচ্ছে সানি দেওলের। যেখানে রাম হচ্ছেন রণবীর কাপুর, সেখানে হনুমান হিসেবে দেখা যাবে সানি দেওলকে। সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে। রাবণের ভূমিকায় অভিনয় করবেন ‘কেজিএফ’ তারকা যশ। আপাতত রামায়ণের প্রথম পার্টের শ্যুট শুরুর কথা চলছে, অগস্ট থেকে। তবে ট্রিলজির শুরুর পার্টে সেভাবে খুব বেশি সিন নিয়ে ‘হনুমান’ সানির। তবে দ্বিতীয় ও তৃতীয় পার্টে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে অভিনেতার।