💛 অবশেষে ছেলের মুখ দেখালেন গওহর খান-জায়েদ দরবার। মা হওয়ার পর ওমরাহ করতে প্রথমবার মদিনায় গিয়েছেন গওহর-জায়েদ। পবিত্রস্থান মক্কা থেকে প্রথমবার ছেলে জেহানের মুখ দেখালেন তারকা দম্পতি। ছেলেকে প্রথমবার প্রকাশ্যে আনার জন্য এই পবিত্র সময়কেই বেছে নিয়েছেন তাঁরা। ক্যামেরার সামনে জেহানকেও বেশ উজ্জ্বল হাসিখুশি দেখাল।
ꦆমক্কা থেকে জেহানকে কোলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন গওহর খান ও জায়েদ দরবার। জায়েদ দরবার উমরাহ রীতি মেনে সাদা পোশাক পরেছিলেন। আর ছোট্ট জেহানকেও সাদা পোশাক পরানো হয়েছিল। আর গওহর পরেছিলেন কালো বোরখা। জেহানের মুখের কাছে ক্যামেরা জুম করে ছবি তোলা হয়েছিল। একটি ছবি আরেকটি হাসিখুশি জেহানের ভিডিয়ো পোস্ট করা হয়েছিল।
ꦇছবি ও ভিডিয়ো পোস্ট করে ক্যাপশানে গওহর লিখেছেন, ‘সর্বশক্তিমানের ঘর থেকে আমাদের ছোট্ট রাজপুত্রের প্রথম সালাম গোটা পৃথিবীকে দিতে চেয়েছিলাম! তিনি (সর্বশক্তিমান) আমাদের উজ্জ্বল পুত্রকে দেখে সন্তুষ্ট হবেন! আমিন। সকলকে অনুরোধ আমাদের জেহানের (কালো হৃদয় এবং পৃথিবীর ইমোজি) জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখুন। ওকে ভালবাসা এবং আশীর্বাদ দেওয়ার অনুরোধ করছি। সকলের জন্যও অনেক অনেক ভালোবাসা রইল।’ নিজের এই লেখার সঙ্গে হলুদ হৃদয় ইমোজা এবং দোয়া (প্রার্থনা) ইমোজি ছাড়াও ‘মক্কা’ ‘দশ মাস’, ‘আশীর্বাদ’, ‘ভালবাসা’, ‘আমার জাহান’ ‘প্রথম ওমরাহ’ হ্যাশট্যাগ যোগ করেছেন।
ﷺসম্প্রতি মক্কা থেকে একটা আবেগঘন ভিডিয়োও পোস্ট করেছেন গওহর খান। যেখানে মক্কায় বসে হঠাৎই আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলতে দেখা গিয়েছে গওহরকে। ইফতারের জন্য স্ত্রীর দিকে খেঁজুর আর জল এগিয়ে দেন স্বামী জায়েদ। ভিডিয়ো শেয়ার করে গওহর লিখলেন, ‘আপনি কতবার এখানে এসেছেন, সেটা বিষয় নয়। আপনি যখনই এখানে আসবেন আবেগপ্রবণ হয়ে পড়বেন। শুধু হৃদয়ে বিশ্বাস রেখে আসতে হবে। যখন আপনার প্রথম সন্তান প্রথমবার মসজিদে নবাবীতে গিয়ে হাত নাড়ে, তখন সেই অনুভূতি আবেগ ভাষায় প্রকাশ করা যায় না।’
গওহর-জায়েদ ও জেহান
𒐪২০২০ সালের ২৫ ডিসেম্বর বিয়ে করেছিলেন গওহর ও জায়েদ। জানা গিয়েছে, লকডাউনের সময় মুদিখানার জিনিসপত্র কেনাকাটা করতে গিয়ে দু'জনের পরিচয় হয়। তারপরই তাঁদের মধ্যে কথাবার্তা শুরু করে এবং এই বন্ধুত্ব শীঘ্রই প্রেমে পরিণত হয়। ২০২২ সালের ডিসেম্বরে, সন্তান আসার খবর জানিয়েছিলেন তাঁরা।
𒆙২০২৩-এর ১০ মে গওহর খান ও তাঁর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বামী জায়েদ দরবারের ঘরে আসে তাঁদের প্রথম সন্তান। সন্তানের আগমনের কথা ঘোষণা করে গওহর নিজেই জানিয়েছিলেন। লেখেন, ‘ছেলে হয়েছে।’ সুখের আসল অর্থ কী তা আমরা উপলব্ধি করেছি। সকলে আমাদের সন্তানকেআশীর্বাদ করবেন।