মঙ্গলবার সকালে নিজের লাইসেন্স রিভরভার থেকেই গুলিবিদ্ধ হন অভিনেতা-রাজনীতিবিদ গোবিন্দা। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেই থেক🐲ে♓ অভিনেতার ভক্তদের ঘুম উড়েছিল চিন্তায়। এবার মুখ খুললেন গোবিন্দা স্বয়ং।
অভিনেতা নিজের বার্তা সকলকে পৌঁছে দিয়ে জানালেন, ‘নমস্কার, প্রণাম। আমি গোবিন্দা। আপনাদের সকলের আশীর্বাদ আর মা-বাব🥀ার আশীর্বাদে আর গুরুজির কৃপাতে আমার গায়ে যে গুলি লেগেছিল তা বের করে নেওয়া হয়েছে। আমি এখানের (হাসপাতাল) ডাক্তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সকলের প্রার্থনা কাজে এসেছে।’
আরও পড়ুন: বাড়িতেই আচমকা ⛎গুলিবিদ্ধ গোবিন্দা, চটচলদি গেলেন হাসপাতালে! এখন আছেন কেমন
প্রাথমিকভাবে জানা যায়, মঙ্গলবার সকালে ভুলবশত নিজের রিভলবার থেকে গুলি চালিয়ে ফেলেন তিনি। সংবাদস🔴ংস্থা এএনআই-এর থেকে আরও জানা গিয়েছে যে, গুলিটি তাঁর পায়ে এসে লেগেছে। গোবিন্দা তাঁর মুম্বইয়ের বাড়িতে অস্ত্♊র পরিষ্কার করছিলেন বলে জানা গেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদসংস্থা এএনআইকে এরপর গোবিন্দার ম্যানেজার জানান, ‘গোবিন্দ কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি তার লাইসেন্স করা রিভলভারটি আলমারিতে রাখছিলেন এমন সময় এটি তার হাত থেকে পড়ে যায় এবং একট൩ি গুলি তা💖র পায়ে লাগে। ডাক্তার গুলি বের করে দিয়েছেন এবং এখন ভালো আছেন। তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন’।
আরও পড়ুন: কꦛালো বলে ট্রোল হন ছোটবেলায়, এখন নায়িকার সেক💯্সি ফিগারে চোখ থাকে আটকে! বলুন তো কে
প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতায় আসার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তখ🔯নই ঘটে এমন কাণ্🍎ড। যদিও কোন কাজে কলকাতায় আসছিলেন গোবিন্দা, তা এখনও স্পষ্ট নয়।
পপারা꧃জ্জি অ্যাকাউন্ট varindertchawla-র পোস্ট থেকে জানা গিয়েছে গোবিন্দাকে ܫদেখতে হাসপাতালে হাজির হন ক্যাশ্মিরা। যিনি সম্পর্কে গোবিন্দার ভাগ্নে কৃষ্ণার স্ত্রী। বহুদিন ধরেই ঝামেলা দুই পরিবারের। তবে এই বিপদের দিনে সেসব আর মাথায় রাখেননি তা স্পষ্ট।
আরও পড়ুন: প্লেনের মধ্য🤡ে মায়ের বন্ধুর সঙ্গে…! নিজের দুষ্টুমি খোলসা করল সইফ, ‘আমার ৩ ছেলে বরং…’
মুম্বই পুলিশের তরফে একটি মামলা দায়ের করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে ডাক্তারদের অনুমতি নিয়ে গোবিন্দর বয়ানও রেকর্ড করবে পুলিশ বলে খবর। কথা বলা হবে, প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও। প্রাথমিকভাবে দুর্ঘটনার আভাস পাওয়া গেলেꦍও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। সঙ্গে সারা দেশজুড়ে থাকা গোবিন্দার ভক্তদের প্রার্থনা জলদিই সেরে উঠুন তিনি।