Govinda injured: বাড়িতেই আচমকা গুলিবিদ্ধ গোবিন্দা, চটচলদি গেলেন হাসপাতালে! এখন আছেন কেমন
1 মিনিটে পড়ুন Updated: 01 Oct 2024, 10:05 AM IST𓆏মুম্বইয়ের বাড়িতে অস্ত্র পরিষ্কার করার সময় পায়ে গুলি এসে লাগে। হাসপাতালে নিয়ে যাওয়া হল গোবিন্দাকে।
𓆏মুম্বইয়ের বাড়িতে অস্ত্র পরিষ্কার করার সময় পায়ে গুলি এসে লাগে। হাসপাতালে নিয়ে যাওয়া হল গোবিন্দাকে।
অভিনেতা তথা শিবꦗসেনা নেতা গোবিন্দা মঙ্গলবার দুর্ঘটনাবশত নিজের পায়ে গুলি করে বসেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে♒।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, আজ সকালে ভুল🍎বশত নিজের রিভলবার থেকে গুলি চালিয়ে ফেলেন তিনি। সংবাদসংস্থা এএনআই-এর থেকে আরও জানা গিয়েছে যে, গুলিটি তাঁর পায়ে এসে লেগেছে। গোবিন্দা তাঁর মুম্বইয়ের বাড়িতে অস্ত্র পরিষ্কার করছিলেন বলে জানা গেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: কালো বলে ট্রোল হন ছো♚টবেলায়, এখন নায়িকার সেক্সি ফিগারে চোখ থাকে আটকে! বলুন তো কে
‘গোবিন্দ কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি তার লাইসেন্স করা রিভল🅘ভারটি আলমারিতে রাখছিলেন এমন সময় এটি 💦তার হাত থেকে পড়ে যায় এবং একটি গুলি তার পায়ে লাগে। ডাক্তার গুলি বের করে দিয়েছেন এবং এখন ভালো আছেন। তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন’, গোবিন্দার ম্যানেজার জানিয়েছেন এনআইকে।
আরও পড়ুন: বাড়ি🔯তেই আচমকা গুলিবিদ্ধ গোবিন্দা, চট চলদি নেওয়া হল হাসপাতালে! এখন আছেন কেমন
জুহু পুলিশ এই ঘটনায় একটি ম✅ামলা নথিভুক্ত করেছে এবং সেটির তদন্ত করছে। পুলিশের ড෴েপুটি কমিশনার (জোন ৯) দীক্ষিত গেদাম জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘটনাটি দুর্ঘটনাবশত’।
আরও পড়ুন: প্লেনের মধ্যে🅘 মায়ের বন্ধুর সঙ্🌃গে…! নিজের দুষ্টুমি খোলসা করল সইফ, ‘আমার ৩ ছেলে বরং…’
প্রত্যক্ষদর্শী এবং অভিনেতার বক্তব্য রেকর্ড করার পরিকল্পনা করেছে পুলিশ। তবে চিকিৎসকদের অনুমতি দিয়েছেন। প্রাথমিকভাবে দুর্ঘটনার আভাস পাও🐻য়া গেলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। সঙ্গে এই ঘটনা, জনসাধারণের মধ্যে আগ্নেয়াস্ত্র সুরক্ষা অনুশীলনের দিকে ফের জোর দিচ্ছে। গোবিন্দা এই ঘটনা নিয়ে এখনও কোনও বিবৃতি প্রকাশ করেননি।
কলকাতায় গোবিন্দার কোন অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা🦋 এখনও খোলসা করেননি অভিনেতার প্রতিনিধিরা। এই ঘটনাটি তার আসন্ন পেশাদারি প্রতিশ্রুতিগুলিকে কীভাবে প্রভাবিত করবে তা এখনও স্পষ্ট নয়।
গোবিন্দা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা যিনি ১৯৮০ এর দশকের শেষের দিকে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলে🧜ন। অ্যাকশন, কমেডি, ড্রামা তিন ঘরনার ছবিতেই কাজ করেছেন। তিনি ইলজাম, মরতে দাম তক, খুদগর্জ, দরিয়া দিল,স্বর্গ এবং হাম-সহ একাধিক হিট দিয়েছেন। এছাড়াও রয়েছে 'শোলা অওর শবনম', 'আঁখে'﷽, ‘রাজা বাবু’-সহ বেশ কয়েকটি সুপারহিট কমেডি সিনেমা।
গোবিন্൩দা ২০০৪ সালের নির্বাচনে জয়ী হন এবং পাঁচ বছর কংগ্রেসের সাংসদ ছিলেন। ﷽সম্প্রতি তিনি শিবসেনায় যোগ দিয়েছেন।