এবার গাঁজা নিয়ে নতুন দাবি পেশ করলেন বলিউডের বিখ্🔯যাত পরিচালক হনসল মেহতা। তাঁর মতে, গাঁজাকে আর যেন নꩲিষিদ্ধ হিসেবে রাখা না ধরা হয়। কেননা, অনেক দেশেই গাঁজা বর্তমানে নিষিদ্ধ নয়। এই নিয়ে তিনি টুইটও করেন।
‘গাঁজার সেবন আজ আর বহুদেশে নিষিদ্ধ নয়। বহু দেশে এ♓টি আইনত দণ্ডনীয় অ🀅পরাধ হিসেও গন্য করা হয় না। আমাদের দেশে এটি মাদক আটকানোর থেকেও বেশি কাওকে হয়রানির জন্য বেশি করা হয়ে থাকে। সেকশন ৩৭৭-র মতো, এই আইনেও পরিবর্তন আনা দরকার।’, টুইট করে নিজের মতামত সামাজিক মাধ্যমে পেশ করেছেন হনসল। আর সেই টুইটের উত্তরে পূজা ভাট লিখেছেন, ‘আমি নিশ্চিত এরপর ওরা নতুন কোনও হাস্যকর জিনিস বের করবে।’
শাহরুখের ছেলে আরিয়ানের জামিনের মামলা ২০ অক্টোবর পিছিয়ে দেওয়া হওয়ার পরেই এই টুইট করেন হনসল। ৩ অক্টোবর এনসিবির হাতে গ্রেফতার হন শাহরুখ-পুত্র। আ♐পাতত রয়েছেন আর্থার রোডের জেলে।
এই নিয়ে বারবার পিছি😼য়ে যাচ্ছে আরিয়ানের জামিন। যার জেরে বিধ্বস্ত শাহরুখ খ𓃲ানের পরিবার। বলিউডের বড় একটা অংশ পাশে এসে দাঁড়িয়েছে শাহরুখের ছেলের সমর্থনে। প্রসঙ্গেত, ২ অক্টোবর রাতে মুম্বইতে এক প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয় আরিয়ান খান, আরবাজ মার্টেন্ট ও মুনমুন ধমেচাকে।