✃ সংসার ভাঙার বছর ঘোরেনি এখনও। ইতিমধ্যেই কানাঘুষোয় শোনা যাচ্ছে হার্দিক পান্ডিয়া নাকি আবার মন দিয়ে বসেছেন। জানা যাচ্ছে ব্রিটিশ গায়িকা জ্যাসমিন ওয়ালিয়ার সঙ্গেই নাকি তিনি প্রেম করছেন। আর এদিন সেই জ্যাসমিনকে ভারত পাকিস্তান ম্যাচে উপস্থিত থাকতে দেখা গেল তাও ভারতকে সমর্থন জানাতে।
কী ঘটেছে?
𓃲রবিবার, ২৩ ফেব্রুয়ারি ছিল ভারত বনাম পাকিস্তানের ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফির এই খেলা দেখতে এদিন মাঠে হাজির ছিলেন ব্রিটিশ গায়িকা জ্যাসমিন ওয়ালিয়া। আর তাঁর উপস্থিতি এদিন নজর কাড়ে মিডিয়ার। কেন? কারণ বর্তমানে কানাঘুষোয় শোনা যাচ্ছে তিনি নাকি চুপিচুপি প্রেম করছেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে।
⭕এদিন জ্যাসমিনকে একটি সাদা ড্রেস পরে থাকতে দেখা যায়। সঙ্গে পরেছিলেন কালো রোদচশমা। তিনি এদিন স্ট্যান্ড থেকে ফ্লাইং কিস ছুঁড়ে দেন ক্যামেরার দিকে। হাত নাড়েন। আর তাঁর সেই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দেখুন সেই ভিডিয়ো।
হার্দিক পান্ডিয়ার প্রাক্তন সম্পর্ক
▨হার্দিক পান্ডিয়ার এর আগে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিয়ে হয়েছিল। ২০২০ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের একটি সন্তানও আছে, অগস্ত্য। কিন্তু ২০২৪ সালে তাঁরা ঘোষণা করেন যে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। ৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তাঁরা। তবে ডিভোর্স হলেও বর্তমানে একসঙ্গে ছেলেকে মানুষ করছেন তাঁরা।
💝গত বছরের শেষ দিক থেকে কানাঘুষোয় শোনা যাচ্ছে জ্যাসমিন ওয়ালিয়ার সঙ্গে প্রেম করছেন হার্দিক পান্ডিয়া। তাঁদের ইনস্টাগ্রামে শেয়ার করা ছবি দেখে অনুরাগীদের আন্দাজ তাঁরা একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন। গ্রিস এবং শ্রীলঙ্কায় একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন বলেই তাঁদের ধারণা। শুধু তাই নয় ব্রিটিশ গায়িকার একাধিক ছবিতে লাইকও করেছেন এই ভারতীয় ক্রিকেটার। তখন থেকেই জল্পনা শুরু হয় যে তবে কি জ্যাসমিন হার্দিকের নতুন প্রেমিকা? যদিও এই বিষয়ে এখনও তাঁরা আনুষ্ঠানিক ভাবে কিছুই জানাননি। ফলে সবটাই জল্পনার স্তরে আছে যে সেটা বলাই যায়।
আরও পড়ুন: 🌃বিনোদিনী হতে আগেই ডাকেন সৃজিত? রুক্মিণীর ভিডিয়ো শেয়ার করে পরিচালক উলটে ‘ঠুকলেন’ কাকে?
ভারত বনাম পাকিস্তানের ম্যাচ
𝔍এদিন পাকিস্তান ২৪১ রান তোলে। অন্যদিকে জবাবে মাত্র ৪২.৩ ওভারেই ভারত কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায়। এদিন বিরাটের দুর্দান্ত সেঞ্চুরি ভারতীয়দের মন জয় করে নিয়েছে। অন্যদিকে হার্দিক ব্যাট হাতে আগুন না ঝরাতে পারলেও ২ উইকেট নেন।