𝓀 প্রায় ৭ বছর পর পরিচালনায় ফিরেছিলেন করণ জোহর, আলিয়া ভাট ও রণবীর সিংকে নিয়ে বানিয়েছেন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। তবে এই ছবিতে আরও এক জুটির সমীকরণ ভালো লেগেছে দর্শকরে। তা হল ধর্মেন্দ্র আর শাবানা আজমি। বিশেষ করে ধর্মেন্দ্র-শাবানার লিপ কিস ছিল চর্চার বিষয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র-পত্নী হেমাকে বলতে শোনা গেল, সুযোগ পেলে তিনিও পর্দায় চুমু খেতে পিছপা হবেন না!
ধর্মেন্দ্র এবং শাবানা আজমির মতো অনস্ক্রিন চুমুতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি না প্রশ্ন করা হলꦯে, হেমা মালিনি জবাব দেন, ‘অবশ্যই। যদি সেটা সিনেমার সঙ্গে সম্পর্কিত হয় কেন করব না? যদি স্ক্রিপ্টের সঙ্গে যায়, তাহলে আমিও চুমু খাব।’ যদিও হেমা জানান, করণ জোহরের ‘রকি অ্যান্ড রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি এখনও দেখে উ𓂃ঠতে পারেননি তিনি।
এর আগেও শাবানা আর ধর্মেন্দ্রর চুমু🎉 🧜নিয়ে প্রশ্ন করা হলে হেমা নিজের প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছিলেন, ‘আমি নিশ্চিত যে দর্শকরা ছবিটি পছন্দ করেছে। আমি ধরমজির জন্য খুব খুশি, কারণ তিনি ক্যামেরার সামনে থাকতে পছন্দ করেন। এটা তাঁর খুব পছন্দের।’
এর আগে নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র মুখ খুলেছিলেন অনস্ক্রিন চুমু খাওয়া নিয়ে। সেই সময় তিনি বলেন, ‘আমি শুনছি যে শাবানা এবং আমার চুম্বন দৃশ্য দর্শকদের অবাক করে দিয়েছে, এবং একই সঙ্গে তারা এটির প্রশংসাও করেছে। আমার মনে হয় লোকেরা আসলে এই চুমুটা প্রত্যাশা করেননি এবং হঠাৎ করেই এসেছিল যার কারণেꦇ এটি এতটা প্রভাব ফেলে। শেষবার আমি পর্দায় চুমু খেয়েছিলাম নাফিসা আলীকে, লাইফ ইন আ মেট্রো সিনেমাতে। এবং সেই 💮সময়েও লোকেরা তার প্রশংসা করেছিল।’
‘শোল🍬ে’, ‘রাজিয়া সুলতান’ এবং ‘সীতা অর গীতা’র মতো ছবিতে ধর্মেন্দ্রর সঙ্গে কাজ করেছেন হেমা। ১৯৮০ সালে দুজনের বিয়ে হয়। তাদের দুই মেয়ে, এশা এবং অহনা দেওল। এর মধ্যে এশা কাজ করেছেন বলিউডে।
৮৭ বছর বয়সী ধর্মেন্দ্রকে শেষ দেখা গিয়েছিল করণ জোহ☂রের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে, শাবানা আজমির বিপরীতে একটি চরিত্রে। তিনি 'রকি'র রণবীর সিং-এর ঠাকুরদার চরিত্রে অভিনয় করেছিলেন। তাকে পরবর্তীতে দীনেশ ভিজানের আসন্ন শিরোনামহীন রোমান্টিক চলচ্চিত্রে শহ🌳িদ কাপুরের ঠাকুরদার চরিত্রে দেখা যাবে। যাতে অভিনয় করছেন কৃতি শ্যানন এবং ডিম্পল কাপাডিয়া। শ্রীরাম রাঘবনের যুদ্ধের পটভূমিকায় তৈরি সিনেমা ইক্কিস-এও দেখা যাওয়ার কথা রয়েছে, যেখানে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাও অভিনয় করছেন।
হেমা মালিনিকে শেষবার পর্দায় দেখা গিয়েছে♌ ২০০০ সালে সিমলা মিরচিতে।ꦏ