প্রেমে পড়েছন প্রেমের দেবতা মদনদেব! তাও আবার এক মনাবীর। দেবতা যদি কোনও মানবীর প্রেমে পড়েন-যে কিনা পেশায় পুরোহিত হলেও বাস্তবে পুরোপুরি নাস্তিক! কি কাণ্ডকারখানা ঘটতে পারে সেই মজার গল্প নিয়ে জি বাংলা অরিজিন্যালসের নতুন ছবি 'হে ভগবান'। ছবিতে মদনদেবের চরিত্রে রয়েছেন সৌরভ দাস এবং পুরোহিত সিম্পির চরিত্রে রূপসা চট্টোপাধ্যায়।স্বর্গে দেবতারা ভাবেন মর্ত্যবাসী আমাদের কথাতেই চলবেন তবে মর্ত্যে তেমনটাই ঘটে এটা বলা যাবে না। স্বর্গ-মর্ত্যের এই টানাপোড়েন স্পষ্টভাবে ধরা পড়বে এই ছবিতে। 'হে ভগবান' পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজদীপ ঘোষ। রূপসা-সৌরভ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ন ভূমিকায় রয়েছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। সিম্পির পুরো নাম সিমলিপাল মুখোপাধ্যায়। ছোটবেলায় সে দুর্ঘটনায় তাঁক বাবা-মার মৃত্যু হয়। এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল ছোট্ট সিম্পিকে। তার পর থেকেই ঈশ্বরের প্রতি আস্থা হারায় সে। অথচ পেটের দায়ে বাবার পেশা পৌরহিত্যকেই বেছে নিতে হয় সিম্পিকে।আসল গল্পের শুরুটা এখন থেকেই। সিম্পি বুঝে নেয় পুজোর মন্ত্র সম্পর্কে কেউই কিছু জানে না। তাই গোঁজামিল দিয়েই কাজ চালাতে থাকে সে। সিম্পির এই আস্পর্ধা দেবতারা মেনে নিতে পারেন না। তাই সিম্পিকে জব্দ করতে দেবতারা মর্ত্যে পাঠান মদনদেবকে। মদনদেব তাঁকে শাস্তি দেওয়া তো দূর অস্ত নিজেই মেতে ওঠেন প্রেমলীলায়। দেবতার সঙ্গে সিম্পির প্রেমের কি পরিণতি হবে? দেবতারা কি শেষমেষ তাঁকে শাস্তি দেবেন? এই সব প্রশ্নের উত্তর মিলবে রবিবার দুপুর ১টায়।