ভারতীয় দর্শকদের যে মানুষটি র্যাপ সঙ্গীতের সঙ্গে পরিচয় করিয়েছিলেন, তিনি হলেন হানি সিং। তবে ব্যক্তিগত জীবনে বিভিন্ন টানাপোড়েন হওয়ায় কেরিয়ার শেষ হয়ে যায় তাঁর। যদিও আজ তিনি অনেকটাই সুস্থ। হানি সিং-এর এই ব্যক্তিগত জীবন নিয়ে এবার ডকুমেন্টারি তৈরি করতে চলেছে Netflix।
এই ডকুমেন্টারিতে দেখানো হবে কীভাবে হানি সিং নিজের ব্যক্তিগত জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। বাইপোলার ডিসঅর্ডারে ভুগে নিজের কেরিয়ার কীভাবে নষ্ট করে দেন তিনি, সেই ব্যাপারেও বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। সম্প্রতি এক আলাপচারিতায় এই ডকুমেন্টারি নিয়ে কথা বলতে গিয়ে গায়ক জানালেন, Netflix এই ডকুমেন্টারি করার জন্য মোটা অর্থ দিয়েছে তাঁকে।
আরও পড়ুন: মুসলিম হয়েও হিন্দু রীতি মেনে পুজো উরফির, হামাগুড়ি দিয়ে গেলেন কোন মন্দিরে?
আরও পড়ুন: পেঁয়াজ-রসুনে না, নিজস্বী তুলতেও বাধা! মেট গালায় যেতে মানতে হবে কী কী আজব নিয়ম?
সম্প্রতি কার্লি টেলসের সঙ্গে একটি সাক্ষাৎকারে হানি সিং বলেন, ‘Netflix থেকে যখন আমার কাছে এসে কিছু ব্যক্তি এসেছিলেন, আমায় বলেছিলেন আমার জীবনের ওপর তথ্যচিত্র তৈরি করতে চান ওঁরা। আমি বলেছিলাম, কোনও সমস্যা নেই। আমি সবকিছুই আপনাদের জানাবো। যদি বেশি টাকা দাও তাহলে আরও বেশি করে বলব।(হাসতে হাসতে)।’
গায়ক দিল্লি এবং মুম্বইয়ের সঙ্গে তুলনা টেনে বলেন, ‘আমি যেহেতু নিজে দিল্লির বাসিন্দা তাই দিল্লির মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসেন। মুম্বইও ভালো। কিন্তু দিল্লির প্রতি আমার একটা আলাদা টান রয়েছে। এই শহরকে আমি প্রচুর ভালোবাসি। আমার জন্য দিল্লির জনতা পাগল।’
আরও পড়ুন: কিং বেশে শাহরুখ, রাজকীয় অবতারে দিলজিৎ, মেট গালায় চমক দিলেন ভারতীয় তারকারা
আরও পড়ুন: ইনফ্লুয়েন্সারের সঙ্গে বিচ্ছেদের পর লেখেন খোলা চিঠি, চেনেন বাবিলের প্রাক্তনকে?
বলিউড প্রসঙ্গে গায়ক বলেন, ‘আমি অবশ্যই শাহরুখ খান, অমিতাভ বচ্চন, সলমন খান, অক্ষয় কুমারের প্রতি কৃতজ্ঞ থাকব। ওঁরা যদি আমাকে সুযোগ না দিতেন, তাহলে হয়তো আবার কেরিয়ার এত ঊর্ধ্বগামী হতো না। র্যাপ সঙ্গীত এত জনপ্রিয়তা অর্জন করতে পারত না।’
প্রসঙ্গত, ২০১২ সাল থেকে একের পর এক র্যাপ সঙ্গীত গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন হানি সিং। র্যাপ সঙ্গীত যে গানের মধ্যেই পড়ে, সে কথা তিনিই দর্শকদের বুঝিয়েছিলেন প্রথম। অ্যালবাম হোক বা সিনেমার গান, একটা সময় এমনও এসেছিল যে প্রায় প্রত্যেক ছবিতে একটি করে হানি সিং - এর গান থাকতই।