কে বলবে বয়স ৫৮! তাঁর এনার্জি আজও টেক♛্কা দেয় ১৮ বছর বয়সী যুবকে। তারই প্রমাণ পেল আবু ধাবি। শনিবার রাতে মরু শহর ছিল শাহরুখময়। আইফা অ্যাওয়ার্ডসের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহরুখ, সঙ্গী এই প্রজন্মের আরেক জনপ্রিয় নায়ক ভিকি কৌশল। তবে কিং খানের সামনে বাকি সকলেই ফিকে! মঞ্চে নাচের তালে আগুন ধরিয়ে দিলেন বাদশা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শাহরুখ খান তাঁর বলিউড সতীর্থ ভিকির সঙ্গে ‘ও আন্তাভা’ গানে কোমর দোলাচ্ছেন। পুষ্পা ছবির এই গানেꦏ নাচত🎶ে দেখা গিয়েছিল সামান্থাকে। আইফার স্টেজে সামান্থার জুতোয় পা গলালেন শাহরুখ।
মজাদার নাচের এই ভিডিয়োয় শাহরুখকে মেয়েলি অঙ্গভঙ্গি করতে দেখা গেল, অন্যদিকে ভিকি কৌশল তাঁর অন্তরের আল্লু অর্জুনকে জাগিয়ে তুললেন। গানের ভাইরাল হুকস্টেপ নকল করার যথাসাধ্য চেষ্টা করেন দুজনেই। কিন্তু শুধু তো দক্ষিণে আটকে থাকলে চলবে না। বলিউডের দুই হিরো নিজেদের গানেও জমিয়ে নাচলেন। ‘মেরে মেহবুব মেরে সনম’ গানেও ঠুমকা লাগালেন তไাঁরা।
আরেকটি ভিডিয়োতে দেখা যায়, করণ জোহর ও ভিকি কৌশলের ডান্স মাস্টার হয়ে 'ঝুমে জ🎶ো পাঠান'-এর হুকস্টেপ শেখাচ্ছেন শাহরুখ। পাঠান ছবির এই গানে শাহরুখকে টেক্কা দিতে বেগ পেলেন ভিকি। তবে🎐 ‘তওবা তওবা’ গান বাজতেই ছবিটা কিন্তু আলাদা। এই গানে ভিকিকে রোখা দায়!
বৃহস্পতিবার ভোরে, শাহরুখ যখন আইফা অ্যাওয়ার্ডস ২০২৪ হোস্ট করতে আবু ধাবির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তখন মুম্বাই বিমানবন্দরে উত্সাহী ভক্তদের ভিড় ছিল। দেহরক্ষী ও ম্যানেজার পূজা দাদলানিকে সঙ্গে নিয়ে শাহরুখ মরু শহরে উড়েꦬ যান।
আইফা ২০২৪ সম্পর্কে
২৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আরব শহরে চলছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (আইফা) নতুন সংস্করণ। তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় চলচ্চিত্র শিল্পের জন্য নিবেদিত আইফা উৎ🎃সবম দিয়ে তিন দিনের এই অনুষ্ঠান শুরু হয়েছিল। অনুষ্ঠানে মেগাস্টার চিরঞ্জীবীকে সম্মানিত করা হয়।
সম্প্রতি, শাহরুখ এবং করণকে মুম্বইয়ে আইফা প্রি ইভেন্টে একসাথে দেখা গিয়েছিল। পুরোনো বন্ধুকে খোঁচা দিতে ছাড়েননি সুপারস্টার। শাহরুখ ‘ক𝓡ুছ কুছ হোতা হ্যায়’ পরিচালক করণ চ্যাট শো হোস্ট করতে বেশি, এবং ছবি তৈরিতে কম মনোনিবেশ করেন, এমনটা বলেই উত্যক্ত করেছিলেন শাহরুখ। পোড়খাওয়া সঞ্চালক করণ নাকি শাহরুখ-ভিকির সঙ্গে রিহার্সাল করবেন না, জুমে করবেন বলে জানিয়েছিলেন। শাহরুখ খোঁচা দিয়ে বলেন বলেন,🐠 ‘আমি জুমে করে নেব... আমি এটা জলদি করতাম। আমি এত হোস্ট করি…., চ্যাট শো হোস্ট করি, ফিল্ম শো হোস্ট রি.. একটুও ছবিও তৈরি কর আমার ভাই’।
প্রসঙ্গত, দ্বিতীয় দিনে রেখা দীর্ঘদিন পর আইফা মঞ্চে ফিরলেন। শাহিদ কাপুর, কৃতি শ্যানন, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর এবং ভিকিও তাদের পারফরম্যান্স দিয়ে গালা নাইটে মুগ্ধতা যোগ করেছেন। ২৯ সেপ্টেম্ব༒র এক্সক্লুসিভ, ইনভাইটেশন-অনলি আইফা রকস দিয়ে শেষ হবে আইফা ২০২৪। হানি সিং, শিল্পা রাও এবং শঙ্কর-এহসান-লয়ের মতো শিল্পীরা দর্শকদের জন্য লাইভ পারফর্ম করবেন।