তৃণমূলের ‘কালারফুল বয় তিনি’। মমতার দীর্ঘদিনের সৈনিক। পুজোর উদ্ব𝓀োধনের ফাঁকে মদন মিত্রর সঙ্গে মশকরা করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। গানে গানে মমতা-বন্দনা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। সোমবার কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি দক্ষিণ কলকাতার একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর এলাকার ৬২ পল্লীর পুজো উদ্বোধনের সময় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে দেখে বেশ 'অবাক' মমতা। মেরুন পাঞ্জাবিতে মদনকে দেখামাত্রই খুনসুটির মুডে ম✤ুখ্যমন্ত্রী।
মমতাকে বলতে শোনা গেল, ‘কী মিস্টার মদন মিত্র! নিজের পাড়ায় না থেকে ৬২ পল্লীতে চলে এসেছ। ভেনাস ক্লাবের পুজোর সামনে আছে, এটা মনে করিয়ে দিতে এসেছ! মদন মিত্র বহুত চালু…সে এবার দু-মিনিট গান শোনাবে।’ দিদির কথা শুনে মুখে হাসি মদন মিত্রের। পাশে দাঁড়ানোর পুজꦏো উদ্যোক্তরাও খোশ মেজাজে। এরপর মমতা বললেন,ꦓ 'মদন মিত্র নাকি এখন আবার সিনেমা করছে! সিনেমা করে কত টাকা পেয়েছ?'
টাকার কথা শুনে খানিক বেকায়দায় বিধায়ক। লজ্জার সুরে জানালন, ‘না না আমাকে কোনও টাকাপয়সা দেয়নি। তার বদলে মৃত সৈনিকের একটা পার্ট দিয়েছে একটু।’ প্রসঙ্গত, হরনাথ চক্রবর্তীর ‘ওহ লাভলি’ ছবিতে অভ💙িনয় করেছেন মদন বাবু।
এরপর নিজের কর্মকাণ্ডের লম্বা-চাওড়া খতিয়ান দেন মদন মিত্র। জানান, ‘গতকাল আমি কামারহাটিতে ছিলাম। সেখানে ১০ হাজার ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। আজ হাওড়াতে যাত্রী সাথী-র উদ্বোধনে ছিলাম। এই যাত্রী সাথী অ্যাপ বাংলার পরিবহণে বিপ্লব ঘটিয়ে দেবে। দীর্ঘদিন আমি ট্যাক্সি ইউনিয়ন করেছি। আমি বলছি, এটা একটা বৈপ্লবিক চিন্তাধারা। ওপরে ভগবান আর মাটিতে মানুষ তোমার সঙ্গে আছে🥃।’ নিজের প্রশংসা শুনেও মদন মিত্রর কন্ঠে গান শোনার আগ্রহ কমল না মমতার। দিদির নির্দেশ বলে কথা। ‘স্বরচিত গানে’ মঞ্চ মাতালেন মদন মিত্র।
মদন গাইতে শুরু করেন, ‘কালীঘাটে আছে কালী, তারাপীঠে তারা মা/ দক্ষিণেশ্বরে ভবতারিণী, হরিশ চ্যাটার্জিতে সারদা মা। জয় মা....।’ মদনের এই গানের লাইনের অর্থ বুঝতে অসুবিধা হওয়ার নয় কারুর। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা, তাঁকে ‘হরিশ চ্যাটার্জির সারদা মা’ বলে উল্লেখ করলেন তিনি। মদনের গান শুনে হাসি মুখে মমতা বলেন-'কী গাইলে! এবার তো তোমাকে সবা🍎ই গান গাইতে ডাকবে! তখন কিন্তু বিনা পয়সায় গেও না। যা পয়সা পাবে তার সবটা ৬২ পল্লীতে দিয়ে দেবে। ভালো থেকো'।
শুরুর দিন থেকে তৃণমূল ও মমতার যোগ্য সৈনিক মদন মিত্র। ২০১১ সালে তৃণমূল পরিবর্তনের সরকার গড়ার পর মদন মিত্র পরিবহণ ও ক্রীড়া দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছিলেন। সারদাকাণ্ডে জেলে যাওযার পর মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়াল তিনি। ২০১৬-তে জেল থেকে বসেই ভোটে লড়েছিলেন, তবে সামন্য বাধ্যধানে হারের মুখ দেখেন। পরে💙র বার অর্থাৎ ২০২১ সালে ফের কামারহাটির বিধায়ক পদ পান মদন মিত্র।