ভারতীয় ছবির অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি হল আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্স। পাঠান ছবির দুর্ধর্ষ সাফল্যের পর যশ রাজ ফিল্মসের আগামী ছবিগুলো নিয়ে মানুষের প্রত্যাশা দিন দিন বেড়েই চলেছে। জানা গিয়েছে যশ রাজ ফিল্মসের তরফে টไাইগার ভার্সেস পাঠান নিয়ে আসা হবে সেখানে ভারতীয় ছবির দুই মহারথী শাহরুখ এবং সলমনকে মুখোমুখি দেখা যাবে। প্রায় ৩০ বছর পর তাঁরা আবার মুখোমুখি হবেন। যদিও টাইগার ভার্সেস পাঠান, অর্থাৎ দুই মহারথীর রাইভালরির এই ছবিটা এখন প্রাথমিক স্টেজে আছে, তবুও এটার হাত ধরে কিন্তু আগামীতে দুটো ছবির প্লট খুলে ꧋যেতে পারে বলেই মনে করা হচ্ছে।
পিপিং মুন ডট কম-এর তরফে জানানো হয়💃েছে যে যশ রাজ ফিল্মসের তরফে ওয়ার ২ তৈরি করা হতে চলেছ﷽ে। আদিত্য চোপড়া এবং শ্রীধর রাঘবন এই ছবির স্ক্রিপ্ট লিখে ফেলেছেন ইতিমধ্যেই। জানা গিয়েছে চলতি বছরের শেষেই এই ছবির প্রোডাকশন শুরু হয়ে যাবে।
বলিউডের তরফে পিপিং মুন ডট কমকে একজন জানিয়েছেন, 'এক থা টাইগার, এবং টাইগার জিন্দা হ্যায় ছবি দুটির পর যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের তরফে তৃতীয় ছবি হিসেবে এসেছিল হৃতিক রোশন এবং টাইগার শ্রফের ছবি ওয়ার। কিন্তু তখন সেই ছবিটি একক ছবি হিসেবেই এসেছিল অন্যান্য ছবির সঙ্গে কোনও যোগ না রেখেই। তবে পাঠান ছবির হাত ধরে আগের স্পাই চরিত্রগুলোর মধ্যে ক্রসওভার শুরু হতে দেখা যায়। পাঠান ছবিতে টাইগারকে ক্যামিও হিসেবে দেখা গিয়েছে। চলতি বছরের দীপাবলির সময় মুক্তি পেতে চলা সলমনের টাইগার ৩-তে পাঠানকে দেখা যাবে ক্যামিও চরিত্রে। এরপর আসবে হৃতিকের ওয়ার ২, আর সেখানেই ধামাকা হবে। আগের ৫টি ছবির দুরন্ত ক্রসওভার দেখা যাবে এই ছবিতে। এই সিক্যুয়েলটি এমন ভাবেই লেখা হয়েছে যাতে আগের স্পাই থ্রিলার ছবিগুলোর সঙ্গে এটির লিংক থাকে। এখানে মুখ্য ভূমিকায় অর্থাৎ মেজর কবীর ঢালিওয়ালের চরিত্রে দেখা যাবে হৃতিককে। তবে এটা জানা যায়নি যে কবীরের সঙ্গে জিমের কী যোগ আছে সেটা ওয়ার ২তে দেখ🀅ানো হবে কিনা।'
ফাইটার ছবির পর হৃতিককে ওয়ার ২-তে দেখা ✤যাবে। তাঁর আগামী থ্রিলার ছবি, অর্থাৎ ফাইটার ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। তবে ওয়ার ২ ছবিটি সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করতেও পারেন আবার নাও পারেন বলেই শোনা যাচ্ছে। এখনও এই বিষয়ে কোনও তথ্য জানা যায়নি। ওয়ার এবং পাঠান ছবির পরিচালক আদৌ ওয়ার ২-তে থাকবেন কিনা সেটা এখনও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে সিদ্ধার্থ আনন্দের বদলে অন্য কাউকে পরিচালকের আসনে দেখা যাবে এই ছবির ক্ষেত্রে।