১০ জানুয়ারি ৫০ বছরে পা দিলে🌼ন হৃতিক রোশন। ফাইটার অভিনেতার জন্মদিন উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল শুভেচ্ছা বার্তায়। তাঁর পরিবারের লোকজন, বন্ধ♔ু এবং সহকর্মীরা তো বটেই, তাঁর অগণিত ভক্তরাও তাঁকে এদিন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দিনের শেষে অভিনেতা নিজেও একটি বিশেষ পোস্ট করেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে। সঙ্গে দেন একটি বিশেষ বার্তাও।
জন্মদিনে হৃতিকের পোস্ট
জন্মদিনের রাতে একটি ♏বিশেষ ভিডিয়ো পোস্ট করলেন হৃতিক রোশন। না সেখানে তিনি নেই, নেই তাঁর জন্মদিন সং෴ক্রান্ত কোনও কিছু। তাহলে আছে কি? অভিনেতার জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষের কথা।
আরও পড়ুন: ব♑ন্ধুর জন্মদিনে বিশেষ বার্তা দীপিকার, মজার ছবি দিয়ে হৃতিকের জন্য লিখলেন, 'ভিতরের শিশুটাকে...🦋'
আরও পড়ুন: সাদা গাউনে ইরা যেন রাজকন্যে, ক্রিশ্চান মতে নূপুরের সঙ্গে 🍌বিয়ে সারলেন আমির কন্যা, দেখুন🀅 ছবি
এদিন হৃতিক রোশন যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে অভিনেতার দিদিকে আরও কিছু মানুষের সঙ্গে জমিয়ে নাচতে দেখা যাচ্ছে। ফাইটার ছবির শের খুল গয়ে গানটিতে নাচছেন তাঁরা। এই ভিডিয়ো পোস্ট করে হৃতিক এদিন লেখেন, 'আমার জন্মদিনে আমি কেবল যে একটি পোস্ট করি বা বলা ভালো রিপোস্ট করি। একজন যে নাচতে ভালোবাসত কিন্তু কখনই তাঁর মধ্যে থাকা নৃত্যশিল্পীকে চিনতে পারেননি। এই আমার দিদি, যে আজ আমা༒য় আমার প্রতি তাঁর ভালোবাসার জোর দেখাল। ভালোবাসা দিদি, তুমি একজন স্টার।'
তিনি এদিন সকল শুভেচ্ছার উত্তর দিয়ে লেখেন,🦩 'আর যাঁরা আমায় আজ শুভেচ্ছা জানিয়েছেন, নিজেদের রোজকার ব্যস্ত জীবন থেকে সময় বের করেছেন এবং আমায় শুভেচ্ছা জানানোর জন্য এফোর্ট দিয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ। আমার কাছে সময় আর শব্দ এই দুটোই অমূল্য। ভীষণ স্পেশ্যাল মনে হচ্ছে নিজেকে। ধন্যবাদ।'
অভিনেতার এই পোস্টেও তাঁকে অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর 𓂃মা, প্রেমিকা সাবাও এদিন বিশে🉐ষ পোস্ট করেছেন তাঁর জন্মদিন উপলক্ষ্যে।
আরও পড়ুন: বুধবার মাত্র ২ কোটি ঘরে তুলল সালার! ২৫০ কোটির থেকে এখনও কতদূর শাহরুখের ডাঙ💃্কি?
হৃতিকের আগামী প্রজেক্ট
হৃতিক রোশন অভিনীত ফাইটার আ🥂গামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে। ছবিটির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এখানে হৃতিক ছাড়াও আছেন দীপিকা পাড়ুকোন🌜, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, অনিল কাপুর, প্রমুখ। দুর্দান্ত এরিয়াল অ্যাকশন ধরা পড়বে এই ছবিতে।