শনিবার Hindustan Times Leadership Summit (HTLS)-এর মঞ্চে বিনোদনের সুপারস্টারদের ভিড়। দুপুরে হাজির শার্𝔉লিজ থেরন আর করণ জোহর। আর বিকেলে ভারতীয় ছবির সুপা♒রস্টার আলিয়া ভাট। অনেক প্রশ্নের মধ্যে আলিয়াকে পড়তে হল বর্তমান সময়ের ট্রোলিং এবং তার প্রভাব কেমন— সেই প্রশ্নের মুখেও। কী বললেন অভিনেত্রী?
(আরও পড়ুন: বিয়ের শাড়িতেই জাতীয় পুরস্কার𒉰! কী ভেবেছিলেন তখন? HTLS-এ জানালেন আলিয়া)
বর্তমানে বহু তা🌠রকার জন্যই সোশ্যাল📖 মিডিয়ায় ট্রোলিং একটি বড় সমস্যা এবং মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়া এত শক্তিশালী হয়ে ওঠার আগে তারকাদের সরাসরি এত আক্রমণ বা অপমানের মুখে পড়তে হত না। এখন তার পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। আর এর ব্যতিক্রম নন আলিয়াও।
নানা কারণে আলিয়াকে বার বার পড়তে হয়েছে ট্রোলিংয়ের মুখে। কখনও তাঁꦕর কোনও মন্তব্যের জেরে। কখনও তাঁর কাজের সূত্রে। কীভাবে এই সব জিনিস সামলান? কী বলছেন আলিয়া?
(আরও পড়ুন: হলিউডেও কি নেপোটিজম আছে? HTLS-এর মঞ্চে করণের প্রশ্নের উত্তরে ൲কী বললেন শার্লিজ থেরন)
তাঁর কথায়, ‘এরকম তো হতে পারে না, যে কারও উপর প্রভাব পড়ল না। আমিও এর থেকে ব্যতিক্রম নই। আমি ক্রমশ আর বেশি করে প্রাইভেট হয়ে গিয়েছি।𒁏 আমি কাউকে তার জন্য দোষ দিইনি। আমার জীবনে এমন কখনও হয়নি, যখন আমি কাউকে মুখের উপর বলেছি, ‘এই কথাটা তু𝓀মি ঠিক বলোনি’। বরং নিজেকেই গুটিয়ে নিয়েছি।’
অভিনেত্রীকে তাঁর বহু কথার জন্য ট্রোলের মুখে পড়তে হয়েছে বার বার। উঠে এসেছে সেই প্রসঙ্গও🎃। তিনি বলেছেন, ‘৪টে বোকা কথা বললেও,🧸 ১৪টা ভালো কথা বলি। কিন্তু নেগেটিভিটি দ্রুত ছোটে হয়তো। সেই কারণে সেগুলি নিয়ে বেশি আলোচনা হয়।’ তার পরেই তিনি বলেছেন, ‘আমি কখনও বলতে পারি না, আমার সম্পর্কে এটা বোলো না। বা আমার সম্পর্কে এটা বোলো। কিন্তু আমি কাউকে সে সব কথার উত্তরেও কিছু বলি না। আমি মনে করি, যত ক্ষণ আমি আমার কাজের মাধ্যমে আনন্দ দিতে পারছি, যত ক্ষণ আমার সিনেমা ভালো চলছে— তত ক্ষণ আমার আর আলাদা করে কিছু বলার নেই।’