টলিপাড়ায় একের পর এক ��বিয়ের সানাই! আলাদা নয় বলিউডের ছবিটাও। এবার আইবুড়ো নাম ঘোচাচ্ছেন ৪৭ বছর বয়সী রণদীপ হুডা। বলিউডের ‘সর্বজিৎ’꧙ বুধবারই সাত পাক ঘুরবেন মণিপুরের মেয়ে লিন লাইশরামের সঙ্গে। লিনও শোবিজ জগতের মানুষ, পেশায় অভিনেত্রী ও মডেল।
এর আগে সুস্মিতা সেন-সহ একাধিক নায়িকাকে ডেট করেছেন রণদীপ, তবে লিনেই থিতু হচ্ছেন তিওনি। লিনের শহর ইম্ফলে ঐতিহ্💝যবাহী মণিপুরী রীতির মাধ্যমে গাঁটছড়া বাঁধবেন দুজনে। প্রাক-বিয়ের ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। মহাভাতর মহাকাব্যের থিমে সেজে উঠবে লিন এবং রণদীপের বিবাহ আসর।
মণিপুরে হাজির হয়ে মন্দির-দর্শন সারেন দুজনে। মইরাং লামখাই ও সেন্দ্রা টুরিস্ট লজের রিলিফ ক্যাম্পও ঘুরে দেখেন। সংবাদ মাধ্য়মের মুখোমুখি হয়ে নিজের প্রেম কাহিনি নিয়ে অকপট রণদীপ-লিন। মেইতেই (মণিপুরের সম্প্রদায়)-দের রীতিতে বিয়ে করলে বরকে 🦩অনেক বেশি সময় ধরে বসে থাকতে হয় শুনেছেন রণদীপ। কিন্তু সব ঐতিহ্য় মানতে তৈরি মণিপুরের হবু জামাই। তিনি বললেন, ‘আমার মনে হয় কনের সংস্কৃতি আর ঐতিহ্যকে সম্মান জানানোই আমার কর্তব্য। আমি মুখিয়ে রয়েছি মেইতেই মতে বিয়ে করতে। আমার যাতে কোনও ভুল না হয়, সেই ব্যাপারে সতর্ক থাকব’।
নিজেদের ভবিষ্যত পরিকল্পনাও সেরে ফেলেছেন⛄ তিনি। রণদীপ বলেন, ‘আমার একটাই প্রার্থনা আমাদের ভবিষ্যত যেন সুখী হয়, আর অনেক বাচ্চা হয়, প্রাচুর্য যেন ভরপুর থাকে। আমাদের বন্ধুত্বে নতুন রং লাগছে এটা আনন্দের’।
নাসিরুদ্দিন শাহ-র থিয়েটার গ্রুপে প্রথম আলাপ রণদীপ-লিনের। ১০ বছরের বড় অভিনেতার প্রেমে পড়তে বেশি সময় লাগেনি লিনের। বয়সের ফারাক কিংবা সংস্কৃতির বৈচিত্র বাধা হয়নি এই সম্পর্কে। কিছুদিন আগেই বিয়ের জল্পনায় সিলমোহর দিয়ে সকলের কাছে সুখী জীবনের প্রার্থনা করেন দুজনে। অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদার দেখা হয়✤েছিল যে পবিত্র ভূমিতে সেখানেই চারহাত 𝓰এক হবে তাঁদের, জানিয়েছিলেন রণদীপ।
লিন♕ লাইশরামকে শেষ দেখা গিয়েছিল সুজয় ঘোষের 'জানে জান' ছবিতে। তিনি এই ছবিতে প্রেমার ভূমিকায় অভিনয় করেছিলেন, যেটিতে করিনা কাপুর খান এবং বিজয় ভার্মাও ছিলেন। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের ওম শান্তি ওম দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন লিন।