অগস্টে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ইলিয়ানা ডি'ক্রুজ। ইনস্টাগ্রামে প্রা🦹য়শই একরত্তির সঙ্গে ছবি শেয়া🤪র করেছেন অভিনেত্রী। শুক্রবার একরত্তি কোয়ার সঙ্গে ডে-আউটিংয়ের একটি দুর্দান্ত ছবি পোস্ট করেছেন তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে একরত্তির সঙ্গে ছবি শেয়ার করে ইলিয়ানা লিখেছেন, ‘একরত্তি এবং মায়ের প্রথম দিন দুপুরে খাবার খাওয়া’। উল্লেখ্য, ১ অগস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ‘বরফি’ অভিনেত্রী। ৫ অগস্ট ইলিয়ানা নিজেই নবজাতকের ছবি পোস্ট করে এই সুখবর জানিয়েছেন। ইলিয়ানা ছেলের নাম রেখেছেন, 'কোয়া ফিনিক্স ডলান'। অন্য অভিনেত্রীদের মতো ইলিয়ানা সদ্যোজাত সন্তানের মুখ লুকিয়েও রাখেননি। আরও পড়ুন: বুকের উপর দ🀅ুটো বড় চোখ, গড়াচ্ছে জল! এ কেমন ‘এলিয়েন’ সাজ উর🧔ফির
ইলিয়ানার পোস্ট করা ছবি-

একরত্তির সঙ্গে ইলিয়ানা
গত সপ্তাহে একরত্তির সঙ্গেꩵ এই ছবি পোস্ট করেছেন ইলিয়ানা-
গত এপ্রিলে বেবি বাম্পের ছবি দিয়ে মা হতে চলার খবর 𒁏শুনিয়েছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ। সন্তানের বাবা কে? তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ইলিয়ানাকে। কারণ ইলিয়ানা বিবাহিত নন, তাঁর সঙ্গীর নামও কেউ জানতেন না। যদিও লোকের কথায় কান দেননি ইলিয়ানা। বরং গর্ভাবস্থাকে চুটিয়ে উপভোগ করেছেন। বিভিন্ন সময়ে প্রেমিকের আবছা ছবি শেয়ার করলেও প্রথমদিকে সঙ্গীর নাম ও পরিচয় প্রকাশ্যে আনেনি 'বরফি' অভিনেত্রী।
মাঝে সঙ্গীর অস্পষ্ট ছবি পোস্ট করে ইলিয়ানা লিখেছিলেন, ‘মাঝেমধ্যে ভুলে যাই যেনিজের প্রতꦉি আমার আরেকটু সহৃদয় হওয়া উচিত। সে সময় এই সুন্দর মানুষটা আমাকে তা বুঝতে সাহায্য করেন। যখন আমি ভেঙে পড়ি তখন উনি আমাকে শক্ত করে ধরে রাখেন আর চোখের জল মুছিয়ে দেন। আমার মুখে হাসি ফোটাতে নানান মজার কথা শোনান। আমাকে জড়িয়ে ধরে শান্ত করেন। উনি জানে আমার কী প্রয়োজন।’
প্🌄রসঙ্গত, বলিউডে রণবীর কাপুর, শাহিদ কাপুর, অজয় দেবগন, বরুণ ধাও꧃য়ান সহ বহু তারকার সঙ্গে অভিনয় করেছেন ইলিয়ানা। তবে 'বরফি' ছবিতে অভিনয়ের জন্য সবথেকে বেশি চর্চিত হয়েছিলেন।