বাংলা গানের জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র তিনি। মাত্র কয়েক বছরের কেরিয়ারেই উপহার দিয়েছেন একগুꦛচ্ছ হিট গান। তালিকায় আছে তুমি অন্য কারও সঙ্গে বেঁধো ঘর থেকে আমার দুঃখগুলো, ইতি ম🍎া, ইত্যাদি। তাঁর গাওয়া গান তো অস্কারের জন্যও মনোনীত হয়েছে। কিন্তু জানেন কি গায়িকা নিজেকে ফিট রাখতে কী করেন গানের রেওয়াজের পাশাপাশি?
নিজেকে ফিট রাখতে, নিজের মন শরীরকে একাত্ম করতে কী করেন ইমন?
এদিন ইমন চক্রবর্তী একটি ভিডিয়ো পোস্ট করেছেন সেখানেই দেখা যাচ্ছে তিনি তাঁর শরীর এবং মনকে একা♋ত্ম করতে কী করেন। ভাবছেন কী সেট? যোগ ব্যায়াম। রোজ তিনি কী কী যোগ ব্যায়াম করে গানের চর্চার পাশাপাশি সেটাই গায়িকাকে এদিন একটি ভিডিয়োতে করে দেখাতে দেখা গেল।
বিভিন্ন আসন এদিন করে দেখান তুমি অন্য কারও সঙ্গে বেঁধো ঘর গায়িকা। যোগ ব্যায়ামের এই ভিডিয়ো পোস্ট করে তিনি এদিন লেখে༒ন, 'নিজের ব্যালেন্স খুঁজে বের করুন। গতির সঙ্গে বয়ে♊ চলুন। আর আপনার মাথা, শরীর, মন, আত্মাকে একাত্ম করুন। প্রতিটি নিঃশ্বাস আপনাকে শান্তির কাছাকাছি নিয়ে আসবে।'
ইমন চক্রবর্তীর গান অস্কারে
ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত, মুমতাজ সরকার অভিনীত পুতুল ছবিটির ইতি মা গানটি অস্কা🅷রের জন্য মনোনꦇীত হয়েছে। আর এই গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। এই খবর প্রকাশ্যে আসার পর স্বাভাবিক ভাবেই গায়িকা নিজে তো বটেই, তাঁর অনুরাগীরা যারপরনাই খুশি হয়েছেন। উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন।
আরও পড়ুন: টোটা, আবির, পরম নাকি ইন্দ্রনীল : সব্যসাচীর পর ꧑ফেলুদা হিসেবে কে বেশඣি নজর কেড়েছেন?
আরও পড়ুন: পুষ্পা ২ ঝড়েও বহাল বহুরূপী ম্যাজিক! গুড নিউজ দিয়ে শিবপ্রস💟াদ𒀰 লিখলেন, '৭০ তম দিনেও হাউজফুল'
বাংলা গান নিয়ে ইমনের মন্তব্য
সাম্প্রতিককালে ইমন চক্রবর্তীকে নিয়ে আরও একটি ঘটনা ঘটে। রাজারহাট এলাকায় তাঁর একটি শোতে এক দর্শক ক্রমাগত ভাবে তাঁকে বাংলা গান না গাওয়ার অনুরোধ করতে থাকলে গায়িকা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন 'জোরের সঙ্গে বলা যে আমি বাংলা গান শুনব না, এটা অন্য কোন জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত। বাংলায় থাকছ। বাংলায় রোজগার করছ। বাংলা গান শুনবেনা বলছ? ফালতু জিনিস করবে না। এই রাজ্যের নাম বাংলা। পাঞ্জাবি গান শোনো, মারাঠি গান শোনো, ইংরেজি গান শোনো বাড়িতে। কিন্তু তোমার সাহস হল কী করে আমায় বাং🥀লা গান গাইতে না বলতে? সাহস কে দিল? এই ভন্ডামিগুলো করো না।' তাঁর এক কথা আগুনের মতো ভাইরাল হয়। বহু মানুষ তাঁকে সমর্থন করেছেন।