প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করেন অভি𒀰নেতা ইমরান খান। সম্পর্কে আমির খানের ভাগ্নে তিনি। সম্প্রতি ছবি শিকারীদের ক্যামেরায় ধরা পড়ে লেখা ওয়াশিংটনের হাত ধরে রয়েছেন ইমরান। আর এখান থেকেই নানা গুঞ্জনের সূত্রপাত। তামিল এবং তেলুগু ছবি ‘মাতরু কি বিজলি কা মান্ডোলা’(২০১৩)-তে একসঙ্গে কাজ করেছেন এই জুটি। বিশাল ভরদ্বাজ-এর পরিচালনায় ইমরানের বিপরীতে অনুষ্কা শর্মা ছিলেন ছবিতে।
চকোলেট বয় ইমেজ দিয়ে মন জিতে নিয়েছিল এই সুদর্শন নায়ক। প্রথম ছবিতেই ছক্কা হাঁকিয়েছিলেন। ২০০৮ সালে মুক্তি পেয়েছিল 'জানে তু.. ইয়া জানে না’। পরিচালকের আসনে ছিলেন আব্বাস টায়রেওয়ালা, প্রযোজনায় ছিলেন আমির খান। আর এই ছবির সঙ্গে বলিউড পেয়েছিল এক নতুন ট্যালেন্ট, ইমরান খান। কয়েক বছর যেতে না যেতেই অভিনয় থেকে সন্ন্যাস নিয়ে নেন ইমরান। সম্প্রতি চ📖র্চিত প্রেমিকা লেখার সঙ্গে ইমরানের হাত ধরা ছবি শোরগোল ফেলেছে নেটদুনিয়ায়।
অভিনেতার মানসিক অবসাদে ভোগবার কথাও বছরখানেক আগে সংবাদমাধ্যমে উঠে এসেছিল। ইমরানের এই অকাল সন্ন্যাসের পিছনে তাঁর ব্যক্তিগত জীবনের টালমাটাল অবস্থাই দায়ী বলে ধারণা অনেকের। দীর্ঘদিন ধরে দ🐬াম্পত্য কহলের পর ২০১৯ সাল থেকে স্ত্রী অবন্তিকা কৌরের থেকে আলাদা থাকতে শুরু করেন ইমরান। দম্পতির একটি আট বছরের কন্যাও রয়েছে। গত বছরই শোনা গিয়েছিল, তাঁরা আইনি ভাবে বিচ্ছেদের পথে হাঁটছেন।
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা সানা! ‘এই উমরাহ বিশেষ’, পোস্টে কীসের ইঙ্গিত প্রাক্তন অভিনেত্রীর
ইমরান খান আদতে কিন্তু ꦬভারতীয় নন। তিনি মার্কিন নাগরিক। ওয়ার্ক পারমিট অর্থাৎ কর্মসূত্রে থাকার অনুমতি ব্যবহার করে ভারতে বসবাস করছেন। শিশু শিল্পী হিসেবে বলিউডে একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। আমির খানের প্রথম ছবি ‘কয়ামত সে কয়ামত তক’-এ ইমরান খানেরও প্রথম অভিনয়। ‘জো জিতা ওহি সিকন্দর’-এও মামা আমির খানের ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।
‘মাতরু কি বিজলি কা মান্ডোলা’-তে অভিনয়ের আগে তিনি তিন মাস দিল্লিতে থেকেছিলেন, হরিয়ানভি ভাষা শেখার জন্য। ‘জানে তু ইয়া জানে না’, ‘মাতরু কি বিজলি কা মান্ডোলা’, ‘ডেলহি𝓡 বেলি’র মতো হিট ছবি তাঁকে বলিউড তারকাদের প্রথম সারিতে জায়গা করে দিয়েছিল। কিন্তু বলিউডের সেই স🦂াফল্য ধরে রাখতে পারেননি অভিনেতা। একটা সময় পর হারিয়ে যান।
২০১১-এ আমিরের প্র✤যোজনায় ‘ডেলহি বেলি’-তেও নজর💎কাড়া অভিনয় করেছিলেন ইমরান। কিন্তু এরপর একের পর এক ফ্লপ ছবিতে জর্জরিত হয়ে পড়েন তারকা। শেষবার কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ‘কাট্টি বাট্টি’তে দেখা গিয়েছে তাঁকে। এবার ব্যক্তিগত জীবন নিয়ে লাইমলাইটে অভিনেতা।