ইন্ডিয়ান আইডলের সের ১৫-র বাছাই পর্ব মিটেছিল গত সপ্তাহেই। আর চলতি সপ্তাহ থেকে শুরু হয়ে গিয়েছে মূল কম্পিটিশন। গ্র্যান্ড প্রিমিয়ারেই তাক লাগালেন কলকাতার মেয়ে ময়ূরী। ময়ূরীꩵর সুরের মূর্ছনায় আগেই ঘায়েল বাংলার দর্শক। শাস্ত্রীয় সঙ্গীতে দীর্ঘদিনের তালিম রয়েছে ২৭ বছরের ময়ূরীর। সুপারস্টার সিঙ্গারের মঞ্চেই তার প্রমাণ রেখছিলেন তিনি।
♔এবার জাতীয় স্তরে শ্রেয়া ঘোষালের সামনে দাঁড়িয়ে ‘আমি যে তোমার'-এর নয়া ভার্সন গেয়ে তাক লাগালেন ময়ূরী। চমকের শেষ এখানেই নয়, ‘আমি যে তোমার ৩.০'র সঙ্গে যুগলবন্দি চলল বিট বক্সিং-এর। এদিন ইন্ডিয়ান আইডলের মঞ্চে হাজির হয়েছিল দেশের জনপ্রিয় বিট বক্সার দিব্যাংশ কচোলিয়া। আর ময়ূরীর তালে তাল মিলিয়ে বিট বক্সিং করল ইন্ডিয়াস গট ট্যালেন্ট খ্যাত দিব্যাংশ।
বিট বক্সিং আর ক্ল্যাসিকালের এই যুগলবন্দি দেখে থ শ্রেয়াཧ-বিশালরা। পারফরম্যান্স শেষে উঠে দাঁড়িয়ে পড়েন শ্রেয়। মাথায় হাত তাঁর। শ্রেয়া বললেন, ‘তোমার যে দক্ষতা রয়েছে ক্লাসিক্যাল সঙ্গীতে, তা নিয়ে কিছু বলার নেই। আমি সত্যিই গর্বিত ময়ূরী যে তুমি আমার আবিষ্কার। তোমাকে দেখে আমরা সারপ্রাইজড।’ পিছিয়ে থাকলেন না বিশাল দাদলানিও। তিনি বলেন, ‘আমি এটা সচারচার কাউকে বলি না। তবে তোমাকে বলতে চাইব যে আমি তোমাকে ইতিমধ্যেই সেরা ৫-এ দেখছি’।
🌳বাদশার কথায়, ‘এটা নতুন ইন্ডিয়ান আইডল। একদম সামনে থেকে সোজা ব্যাটে খেলা..’। এরপর বাদশা অনুরোধ করেন আমি যে তোমারের আসল গায়িকা শ্রেয়াকে মঞ্চে এই গান পারফর্ম করতে। মাইক হাতে গায়িকা বলেন, ‘আমি আগে কখনও আমি যে তোমারের নতুন ভার্সনটা গাই গাইনি….’। তবে যখন তিনি শুরু করলেন, পরিচিত মেজাজেই পাওয়া গেল শ্রেয়াকে। শ্রেয়ার সঙ্গেও লাইভ বিট বক্সিং করলেন দিব্যাংশ।
ౠশুধু গান নয়, এদিন ময়ূরীর অবাক করা ট্রান্সফরমেশনও চমকে দিয়েছে সকলকে।
🐼আরও পড়ুন-‘আঙ্কেলজি পার্কে ঘুরে বেড়াচ্ছে…’, কলকাতার সৃজনকে ধমক বিশালের! হতবাক শ্রেয়া
🐓ইন্ডিয়ান আইডল সিজন ১৫-র মঞ্চে সেরা পনেরো-তে জায়গা করে নিয়েছেন বাংলার সাত তারকা, যারা অনেকেই বাংলা গানের রিয়ালিটি শো-এর সুবাদে পরিচিত মুখ। ময়ূরী ছাড়াও রয়েছেন-শুভজিৎ চক্রবর্তী, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, মানসী ঘোষ, প্রিয়াংশু দত্ত, রঞ্জিনী সেনগুপ্ত এবং সৃজন পোরেল। এছাড়াও গুয়াহাটি, অসমের বাঙালি কন্যা মিশমি বসুও সেরা ১৫-তে নিজের জায়গা পাকা করেছে। বঙ্গ ব্রিগেড এই সিজনে কতটা কামাল করে দেখাবে, এখন সেটাই দেখবার।