শুরু হতে চলেছে সেলিব্রিটি ক্রিকেট লিগ (CCL)। আর এবার নাকি ক্রিকেটের ব্যাট-বল হাতে যুদ্ধে নামবেন টলি-বলি তারকারা। আর শীতের মরসুমে নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারিতে ইডেনেই নাকি হতে চলেছে বলিউড বনাম টলিউডের এই লড়াই, এমনটাই শোনা যাচ্ছে। আর দিনটা ৩১ জানুয়ারি ধার্য করা হয়েছে। এবার নাকি বলি-টলি তারকাদের লড়াই দিয়েই শুরু হবে সেলিব্রিটি ক্রিকেট লিগ (CCL🍨)।
বেঙ্গল টাইগার্সের ক্যাপ্টেন যিশু সেনগুপ্ত। যিনি কিনা গতবার দুবাইতে বাংলাকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা গ্রহণ করেছিলেন। আর কলকাতা টিমের মালিক মুম্বইয়ের প্রযোজক বনি কাপুর। অন্যদিকে সুনীল ജশেট্টি, ববি দেওল, রীতেশ দেশমুখ,🌼 আরবাজ খানদের মুম্বইয়ের হয়ে সেলিব্রিটি লিগ খেলতে দেখা যায়। শোনা যাচ্ছে, তাঁরাও নাকি এবার ইডেনের মাঠে উপস্থিত থাকবেন, যদিও খেলবেন কিনা সেবিষয়টি স্পষ্ট নয়।
তবে জোর খবর, এবার সেলিব্রিটি লিগের অন্যতম আকর্ষণ হতে পারেন বাংলার ছেলে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়ক বলি গায়ক অরিজিৎ সিং। অরিজিতের কনসার্ট থাকলে এমনিতেই ভিড় সামাল দেওয়া কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে গায়ক যদি সত্যিই খেলেন, তাতে ইডেনের মাঠে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে যে হবে, সেবিষয়ে কোনও সন্দেহ নেই। আবার তার উপর শোনা যাচ্ছে নির্মাতারা নাকি এই ক্রিকেট লিগ নিয়ে শ্রেয়া ঘোষালের সঙ্গেও কথা বলতে পারেন। বলাই বাহুল্য জানুয়ারিতে জমে উঠতে চলেছে ইডেনে আয়োজিত সেলিব্রটি 𝓀ক্রিকেট লিগ।
আরও ༒পড়ুন-রণবীরের গন্ধমাখা বিছানা🅰য় শুয়ে…', ঠিক কী করেন? বেডরুমের গোপন কথা বলে ফেললেন দীপিকা
প্রসঙ্গত এর আগে চলতি বছরের মার্চে হয়েছিল CCL-এর খেলা। সিরিজের ফাইনাল ম্যাচে তারা কর্ণাটক বুলডোজারের বিরুদ্ধে খেলতে নেমেছিল ‘বেঙ্গল টাইগার্স’। অবশেষে বেঙ্গল টাইগার্স ১৩ রানে এই ম্য়াচে জয়লাভ করেছিল। এই ক্রিকেট টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার বিজয়ীর ট্রফি হাতে তুলেছিল বাংলার দল, আর সেটা যিশু সেনগুপ্তের অধিনায়কত্বে। ২০১২ সালে ডেবিউর পর এবারই প্রথম সিসিএলের ট্রফি জিতেছে 'বেঙ্গল টাইগার্স'। জয়ী হওয়ার পর টিম 'বেঙ্গল টাইগার্স' তাঁদের ক্যাপটেন যিশু সেনগুপ্তকে নিয়ে প্যারাড করে। তিরুঅনন্তপুরমের 'গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স꧑্টেডিয়াম'-এ অনুষ্ঠিত হয়েছিল সেই ফাইনাল ম্যাচ।