ইন্ডিয়ান আইডল ১৫ এর মঞ্চে গত রবিবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশ ভাট। সেখানে তিনি যেমন প্রতিযোগীদের গান শুনে মুগ্ধ হন, তেমনি একাধিক প্রতিযোগীর ভুলচুক ধরিয়ে দেন। শুধুই কি তাই? এদিন বর্ষীয়ানꩵ পরিচালক, প্রযোজক তাঁর জীবনের এক 🍃বেদনাদায়ক স্মৃতি মনে করে সেই গল্প সবার সঙ্গে ভাগ করেন।
আরও পড়ুন: সিঁড়ি জুড়ে 🌼বলিউড তারকাদের হাট বসেছে! অক্ষয়, অভিষেক, রীতেশ সহ 🎃কারা থাকছেন হাউজফুল ৫-এ?
কী ঘটেছে ইন্ডিয়ান আইডল ১৫ এর মঞ্চে?
রবিবার ইন্ডিয়ান আইডল🐓 ১৫ এর মঞ্চে কলকাতার মেয়ে ময়ূরী সাহা ঘুনঘাট কে আড় সে এবং গলি ম্যায় আজ চাঁদ নিকলা গানটি গেয়ে শোনান। সেই গানটি শোনার পরই নস্টালজিক হয়ে পড়েন এদিন বিশেষ অতিথি, মহেশ ভাট। তিনি একটি লাইনের 'শুনি রব নে মেরি ফরিয়াদ'-এর কথা উল্লেখ করে বলেন, 'এটা শুনে আমার একটা কথা খুব মনে পড়ছে। আমার জীবনের একটা কথা। আমার মা তখন মৃত্যুশয্যায়। তখন আমার ছোট মা (সৎ মা), সঙ্গে আমরা থাকতাম তিনি আমার বাবাকে নিয়ে মায়ের কাছে এসেছিলেন। বাবা তখন চোখে দেখতে পেত ๊না। আমার ওই ছোট মা তখন তাকে মায়ের কাছে নিয়ে আসে। তারপর একটা সিঁদুর কৌটো বের করে বাবার হাতে করে এক চুটকি সিঁদুর তুলিয়ে তার হাত ধরে মায়ের সিঁথি রাঙিয়ে দেয়।'
তিনি এদিন আরও বলেন, 'আমার বাবা তখন মাকে বলেছিল, তুমি সবসময় বলতে তোমায় সিঁদুর পরানোর কথা। আজ পড়ালাম। আমার মনে নানা কথা চলতো, আমি বৈধ না অবৈধ এসব নিয়ে কখনও ভাবতাম, কখনও ভাবতাম না। কিন্তু এটুকু𒁏 বিশ্বাস করতাম আমি খুব শক্ত মনের। কিন্তু সেদিন আমি খুব কেঁদেছিলাম। আমার ছোট মায়ের জন্যই যেন মায়ের সেই স্বপ্ন পূরণ হয়েছিল। ঈশ্বর যেন ওঁর কথা শুনেছিল। দেরি হয়েছিল অဣনেকটাই, তবুও হয়েছিল।'
মহেশ ভাট কথাগুলো বলার সময় কেঁদে ফেলেন। চোখে জল ভরে আছে বিশাল দাদলানি এবং বাদশারও। এদি🌃ন পরিশেষে মহেশ ভাট ময়ূরীকে বলেন, 'তুমি আজ এতটাই ভালো গেয়েছ, সেটা আমার মনকে এতটাই ছুঁয়ে গিয়েছে ✤যে আমি আমার জীবনের এই অধ্যায়ের কথা এখানে সবার সামনে বললাম।'
প্রসঙ্গত মহেশ ভাটের বাবা নানাভাই কখনই তাঁর মা শিরীন মহম্মদ আলিকে বিয়ে করেননি। তবে তাঁদের ৬টি সন্তান ছিল, তাঁদেরই অন্য🍬তম হলেন মহে𒁃শ ভাট।
আরও পড়ুন: সাইবার জালিয়াতির শি🌌কার রাহুল! মোটা অঙ্কের অর্থ খুইয়ে লিখলেন, 'কোনও OTP দিইনি তাও...'
আরও পড়ুন: শোতে গিয়ে ইমন-সোমলতার সাক্ষাৎকার নেওয়া হলেও উপেক্ষিত থাক🐻েন উজ𒁃্জয়িনী! প্রতিবাদে সরব লগ্নজিতা
ইন্ডিয়ান আইডল ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এꦯবং বিশাল ꦗদাদলানি।